ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রকাশ্যে চুম্বনের ছবি, চাকরি হারালেন চিত্র সাংবাদিক

Last Updated:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে প্রকাশ্যে চুম্বনের ছবি, চাকরি হারালেন চিত্র সাংবাদিক

#ঢাকা: ছবিটির ক্যাপশন ছিল 'বর্ষামঙ্গল কাব্য, ভালবাসা হোক উন্মুক্ত' । ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ও স্টুডেন্ট সেন্টারের সামনে চুম্বনরত এক যুগলের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন এক চিত্র-সাংবাদিক । এই নিয়েই উত্তাল বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ।
জীবন আহমেদ নামক ওই চিত্র-সাংবাদিক যেমন প্রশংসা কুড়িয়েছেন এই ছবিটির জন্য, তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় স্বঘোষিত নৈতিক পুলিশদের আক্রমণের শিকারও হয়েছেন তিনি । তাঁদের দাবি ইচ্ছাকৃত ভাবে অশ্লীলতা ছড়াচ্ছেন তিনি । একজন মন্তব্যও করেছেন যে সেদিন আসতে আর বেশি দেরি নেই যখন যুগলরা প্রকাশ্যে নোংরামির সব মাত্রাই ছাড়িয়ে যাবেন । জীবনের বিরুদ্ধে মহিলা নির্যাতনের ও ধর্ষকামের প্রবণতা ছড়ানোর মত অভিযোগও উঠেছে সোশ্যাল মিডিয়ায় ।
advertisement
কিন্তু এখানেই শেষ নয় । 'পূর্বপশ্চিম' নামে একটি খবরের ওয়েবসাইটে কাজ করতেন জীবন । সহকর্মী সাংবাদিকদের থেকেও প্রভূত সমালোচনা ও আক্রমণের শিকার হতে হয়েছে জীবনকে । এবং শেষ পর্যন্ত কোনও কারণ না দেখিয়েই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। জীবন জানিয়েছেন এই ছবিটি নিয়ে ওই যুগলের কোনও আপত্তি নেই ।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৫ সালে ঢাকা শহরে খুন হয়েছিলেন ব্লগার অভিজিৎ রায় । অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী রাফিদা বেগমকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেছিলেন এই জীবন আহমেদই । এই ঘটনার জেরেও প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি ও শেষপর্যন্ত চাকরি হারিয়েছিলেন ।
advertisement
বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই চরমপন্থার শিকার হয়েছেন বেশ কয়েকজন ব্লগার ও সাংবাদিক । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই হাত ধরার 'অপরাধে' মারধোর করা হয় কয়েকজন পড়ুয়াকে । জীবনের ঘটনা আরও একবার বাংলাদেশের স্বঘোষিত নৈতিকতার প্রসঙ্গটি তুলে ধরেছে ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে প্রকাশ্যে চুম্বনের ছবি, চাকরি হারালেন চিত্র সাংবাদিক
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement