#নিউ ইয়র্ক: পেশায় পাইলট। কিন্তু নেশাটা যে অন্য ৷ সেটা হল ফটোগ্রাফি ৷ সেটা কীভাবে সম্ভব ৷ প্রতিদিন বিমান চালিয়ে আর ছবি তোলার সময় কোথায় ! কিন্তু ছবি তো তুলতেই হবে ৷ ককপিটের মধ্যেই তাই চলল ফটোগ্রাফি ! হ্যাঁ অবাক হওয়ার মতোই ঘটনা ৷ সেই ছবিগুলি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
এমন সব ছবি তিনি তুলেছেন, যা দেখলে চক্ষু ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হয়। কখনও ককপিটে বসে। কখনও প্লেনের চাকায় বসে। কখনও বা ককপিটের জানলা দিয়ে মুখ বাড়িয়ে।
সুইডিশ এই সুন্দরী পাইলটের নাম মারিয়া পিটারসন। তিনি আবার ফিটনেস ফ্রিকও ৷ শুধু নিজের ছবি তুলেই শখ মেটাননি মারিয়া। ছবি তুলেছেন তাঁর ক্রু মেম্বারদেরও। পাইলটদের জীবনটাকেই যেন তাঁর ক্যামেরায় বন্দী করে ফেলেছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maria Peterson, Photographer, Photography, Pilot