Pakistan Petrol Price: পাকিস্তানে এখন এক লিটার পেট্রোলের দাম কত জানেন? মাথায় হাত দেবেন শুনে, গ্যারান্টি

Last Updated:

Petrol Price In Pakistan- পাকিস্তানে আবার মৃল্যবৃদ্ধি। বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম। পাকিস্তানের ২৫ কোটির জনসংখ্যার উপর দিনের পর দিন চাপ বাড়ছে।

News18
News18
কলকাতা: পাকিস্তানে শেহবাজ শরিফ সরকার মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। পাকিস্তানের ২৫ কোটির জনসংখ্যার উপর দিনের পর দিন চাপ বাড়ছে।
শেহবাজ শরিফের সরকার ২৫ কোটি পাকিস্তানিদের উপর মুদ্রাস্ফীতির বড় ধাক্কা সামলাতে বারবার ব্য়র্থ। পাক সরকার আবার পেট্রোলের দাম লিটার প্রতি ৮.৩৬ টাকা এবং ডিজেলের দাম লিটার প্রতি ১০.৩৯ টাকা বাড়িয়েছে।
আশ্চর্যের বিষয়, পাকিস্তান সরকার দাম বৃদ্ধির কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে দায়ী করেছে।
যদিও ইরান-ইজরায়েল যুদ্ধ শেষ হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম কমেছে। এই নতুন দাম ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে। এর আগে ১৬ জুনেও সরকার পেট্রোলের দাম লিটার প্রতি ৪.৮০ টাকা এবং ডিজেলের দাম ৭.৯৫ টাকা বাড়িয়েছিল পাক সরকার।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘ঈশ্বরের শত্রু…’! ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করলেন ইরানের শীর্ষ ধর্মগুরু
বর্তমানে পাকিস্তানে পেট্রোলের দাম লিটার প্রতি ২৬৬.৭৯ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ২৭২.৯৮ টাকা। পাকিস্তানে পেট্রোলের মোট দামের মধ্যে ৭৫.৫২ টাকা শুধু কার্বন লেভি, আর ডিজেলের দামের মধ্যে ৭৪.৫১ টাকা কার্বন লেভি অন্তর্ভুক্ত।
এদিকে, পাকিস্তানের তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা (OGRA) একদিন আগেই গ্যাসের দাম বাড়িয়েছে। ঘরোয়া গ্যাসের ফিক্সড চার্জে ৫০% বৃদ্ধি করা হয়েছে। ফলে এলএনজি (LNG) গ্রাহকদের ওপর তীব্র মূল্যবৃদ্ধির চাপ পড়েছে। এদিকে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ পর্যন্ত কমেছে।
advertisement
ব্রেন্ট ও আমেরিকান ক্রুড অয়েল বেঞ্চমার্কে মার্চ ২০২৩-এর পর এই সপ্তাহেই সবচেয়ে বড় পতন লক্ষ্য করা গেছে। পেট্রোলের আকাশছোঁয়া দামের সবচেয়ে বড় প্রভাব পড়েছে ছোট যানবাহন, রিকশা এবং বাইক চালকদের উপর। দেশে প্রায় ২৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে জীবনযাপন করছে। এরই মধ্যে আটা, ডাল ও চালের দাম বাড়ার কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এরই মধ্যে  ফল ও সবজির দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধি পেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Petrol Price: পাকিস্তানে এখন এক লিটার পেট্রোলের দাম কত জানেন? মাথায় হাত দেবেন শুনে, গ্যারান্টি
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement