সঙ্গী মাংস খেলে যৌনতা নয়, পেটার এই আর্জিতে তাজ্জব বিশ্ব
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
PETA Urges Women To Save The World : "আপনার পুরুষ সঙ্গী মাংস খেলে তাঁর সঙ্গে সহবাস করবেন না "৷
#নয়াদিল্লি : বিশ্ব উষ্ণায়ন বেরেই চলেছে ৷ পৃথিবীর জলবায়ুরও পরিবর্তন ঘটছে দিনের পর দিন ৷ কিন্তু পৃথিবীকে উষ্ণায়ন থেকে বাঁচাতে এক আজব আর্জি করে বসল 'পেটা' (PETA) বা "পিউপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেলস ৷ "
পশুদের অধিকার নিয়ে সরব হওয়া এই বিশেষ সংস্থার মতে উষ্ণায়ন এবং জলবায়ু বাঁচাতে পারে একমাত্র মহিলারাই ৷ শুনতে অবাক লাগলেও এমনই এক আশ্চর্যজনক দাবি করেছে সংস্থাটি ৷ 'পেটা'র এক বিশেষজ্ঞ ড. ক্যানিস বেনেট মহিলাদের কাছে এক বিশেষ আর্জি জানিয়েছেন ৷ একটি সাক্ষাৎকারে বেনেট মহিলাদের বলেন , "আপনার পুরুষ সঙ্গী মাংস খেলে তাঁর সঙ্গে সহবাস করবেন না "৷
advertisement
"Men have a 40 percent higher carbon footprint because they're eating more meat than woman."
Women in Germany are being told to stop having sex with their husbands and boyfriends until they stop eating red meat. Dr Carys Bennett from PETA explains on #TimesRadio. pic.twitter.com/6B9jlFn1Pl — Times Radio (@TimesRadio) September 22, 2022
advertisement
advertisement
ড. বেনেট আরও জানিয়েছেন, উষ্ণায়নের জন্য পুরুষরাই বেশি দায়ী ৷ 'পেটা'র তরফ থেকে এক রিপোর্ট পেশ করা হয়েছে ৷ যাতে দেখানো হয়েছে মহিলাদের থেকে পুরুষরাই বেশি মাংস খান ৷ এই অতিরিক্ত মাংস খাবার প্রভাব পড়ে পরিবেশের উপর ৷ তাই পরিবেশ বাঁচাতে মহিলাদের কাছে যৌন ধর্মঘট করার আর্জি জানিয়েছেন 'পেটা'৷
advertisement
সংস্থাটির একটি রিপোর্টে দাবি করা হয়েছে , পরিবেশে প্রায় ৪১ শতাংশ গ্রিন হাউস গ্যাস সৃষ্টি করেন পুরুষরাই ৷ এমনকি পুরুষরা পরিবেশে বেশি কার্বনও তৈরি করে ৷ তাই 'পেটা'র অভিমত পরিবেশ বাঁচাতে মহিলাদের উচিত মাংস খাওয়া পুরুষের সঙ্গে সহবাস না করা ৷ পুরুষদের মাংস খাওয়া কমাতেই এমন আর্জি 'পেটা'র ৷
advertisement
'পেটা'র এই বিশেষ আর্জিতে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে ৷ 'পেটা'র এই বিবৃতিতে সমালোচনার ঝড় তুলেছেন নেটিজেনরা ৷ চিরকাল পশুদের অধিকার নিয়ে সরব হয়েছে এই সংস্থা ৷ বর্তমানে প্রায় ২০ লক্ষেরও বেশি সমর্থন করেন এই সংস্থাটিকে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2022 8:39 PM IST