Viral News: ছেলের সন্তানই তাঁর নিজের মায়ের গর্ভে, ৫৬ তে সাহসী সিদ্ধান্ত ঠাকুমার!

Last Updated:

আর পাঁচজন দিদার চেয়ে একেবারেই আলাদা ন্যান্সি হক৷ তিনি শুধু মজা করবেন না তাঁর নাতনির সঙ্গে৷ তিনি নাতনিকে গর্ভে রেখে জন্মও দেবেন৷

#ওটাহা: সারা পৃথিবীর নানা প্রান্তে নানা আজব খবর পাওয়া যায়৷ কোনটা শুনে মনটা খুশিতে ভরে ওঠে, কোনও খবরে বেশ রাগ হয়৷ আবার কোনও কোনও খবরে আজব লাগে৷ একাধিকবার এরকম খবর পাওয়া যায়যখন দেখা যায় যে মা ও মেয়ে একইসঙ্গে প্রেগন্যান্ট৷ তাঁরা একই সঙ্গে সন্তানের জন্ম দেন এরকমও হয়৷ এবার এমন এক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে সন্তানকে পালন করে বড় করে তুলেছেন তিনি সেই সন্তানেরই - সন্তানকেও গর্ভে ধারণ করছেন মা-ই৷ আসলে পুত্র সন্তানের সারোগেট মা  (surrogate mother)  হতে চলেছেন তাঁর নিজেরই মা৷
শুনতে আজব লাগলেও এই ঘটনা একেবারেই সত্যি৷ ন্যান্সি হক নামের এক মহিলা যিনি ৫০ বছর বয়স পেরিয়েও মা হলেন৷ নিজের ছেলের সন্তানকে গর্ভে পালন করছেন৷ নভেম্বরে নিজের নাতনিকে জন্ম দেবেন৷ আর যার জন্য দিদা না হয়ে তিনি মা হবেন৷
advertisement
advertisement
এখন গর্ভাবস্থায় তাঁর অনুভূতি কেমন তা নিজের মুখেই জানিয়েছেন মহিলা৷ দেখে নিন ভিডিও
View this post on Instagram

A post shared by Nancy Hauck (@nancyhauck)

advertisement
সারা পৃথিবীতে দিদা-ঠাকুমাদের সঙ্গে নাতি-নাতনিদের সম্পর্ক দারুণ৷ তাঁদের সঙ্গে এই ছোট ছোটদের সম্পর্ক খুবই মজার, আনন্দের৷ কিন্তু আর পাঁচজন দিদার চেয়ে একেবারেই আলাদা ন্যান্সি হক৷ তিনি শুধু মজা করবেন না তাঁর নাতনির সঙ্গে৷ তিনি নাতনিকে গর্ভে রেখে জন্মও দেবেন৷
এদিকে ন্যান্সি উত্তর আমেরিকার ওটাহার বাসিন্দা৷ তিনি নিজের ৩২ বছরের ছেলে জেফ ও ৩০ বছরের বউ ক্যাম্ব্রিয়ার সন্তানকে গর্ভে ধারণ করেছেন৷ নিজের ছেলের বউয়ের জন্য নিজের গর্ভে সন্তান ধারণ করেছেন তিনি৷
advertisement
৫৬ বছরের ন্যান্সির এটা সাহসী সিদ্ধান্ত৷ এর আগে তাঁদের পরিবারে ৪ টি সন্তান আছে৷ যা তাঁর ছেলের বউই জন্ম দিয়েছে৷ কিন্তু সেই দুবারই যমজ সন্তান জন্ম দেওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতিতে চাপ পড়ে৷ তাই এবার ঠাকুমাই সন্তানের জন্ম দেবেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral News: ছেলের সন্তানই তাঁর নিজের মায়ের গর্ভে, ৫৬ তে সাহসী সিদ্ধান্ত ঠাকুমার!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement