'মিশন শক্তি'তে উদ্বিগ্ন নাসা, পেন্টাগন বলল, মহাকাশ বর্জ্য বায়ুমণ্ডলে জ্বলে যাবে

Last Updated:

হোয়াইট হাউসের তরফে ভারতের মিশন শক্তি নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা ভারতের মহাকাশ কার্যকলাপ নজর রাখছি৷ ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টে মহাকাশে মানুষের তৈরি সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছি৷'

#ওয়াশিংটন: নাসা 'ভয়ঙ্কর' বলেছিল৷ পেন্টাগন পাশে দাঁড়াল৷ দুটোই মার্কিন যুক্তরাষ্ট্রে৷ ভারতরে মিশন শক্তি নিয়ে নাসা রীতিমতো উদ্বেগ প্রকাশ করে কয়েকদিন আগেই জানিয়েছিল, ভারতের অ্যান্টি-স্যাটেলাইট মিসাইল টেস্টের জেরে যে লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস হয়েছে, তার বর্জ্য মহাকাশেই ঘুরছে৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনের পক্ষে যা বিপজ্জনক৷ কিন্তু মার্কিন সেনার সদর দফতর পেন্টাগনের দাবি, ওই বর্জ্য বায়ুমণ্ডলের সংস্পর্শে জ্বলেপুড়ে শেষ হয়ে যাবে৷ কোনও বিপদ হবে না বলেই মনে করছে পেন্টাগন৷
পেন্টাগন পেন্টাগন
হোয়াইট হাউসের তরফে ভারতের মিশন শক্তি নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা ভারতের মহাকাশ কার্যকলাপ নজর রাখছি৷ ভারতের অ্যান্টি স্যাটেলাইট মিসাইল টেস্টে মহাকাশে মানুষের তৈরি সম্পত্তির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছি৷'
advertisement
তারা ভারতের 'মিশন শক্তি'-কে 'খুব ভয়াবহ ব্যাপার' বলেই আখ্যা দিয়েছে নাসা৷ মার্কিন মহাকাশ গবেষণার সংস্থার চিন্তার বিষয় হল, ভারতের যে লো অরবিট স্যাটেলাইটটি ধ্বংস হল, সেই বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ তো মহাকাশেই থাকছে৷
advertisement
ফলে অরবিটাল ডেবরিস বা অন্তরীক্ষ বর্জ্য আরও বেড়ে গেল৷ যা আন্তর্জাতিক স্পেস স্টেশনের বিজ্ঞানীদের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ তীব্র গতিতে ঘোরাঘুরি করা ওই বর্জ্য যে কোনও মুহূর্ত আঘাত হানতে পারে আন্তর্জাতিক স্পেস স্টেশনে৷ প্রাণহানির আশঙ্কা রয়েছে বিজ্ঞানীদের৷
মহাকাশে বর্জ্য নিয়ে দীর্ঘ দিন ধরেই উদ্বিগ্ন মহাকাশ গবেষকরা৷ কারণ ওই বর্জ্যগুলি সবই মহাকাশে দ্রুত গতিতে চলাচল করে৷ নাসা-র বিজ্ঞানী জিম ব্রাইডেনস্টাইন কর্মীদের উদ্দেশে এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের ধ্বংস হওয়া লো অরবিট স্যাটেলাইটটি গুঁড়িয়ে গিয়ে ৪০০টি ধ্বংসাবশেষ সৃষ্টি করেছে৷
advertisement
ধ্বংসাবশেষগুলি আকারে বেশ বড় ও বিপজ্জনক৷ তাঁর কথায়, 'অবজেক্ট বা ধ্বংসাবশেষগুলি বেশ বড় আকারের৷ সহজেই ট্র্যাক করা যাচ্ছে৷ এখনও পর্যন্ত যতগুলি অবজেক্ট ট্র্যাক করা গিয়েছে, তা গড়ে ৬ ইঞ্চির বেশি আকারে বড়৷ ৬০টি ধ্বংসাবশেষের গতিবিধি চিহ্নিত করতে পেরেছে নাসা৷'
বাংলা খবর/ খবর/বিদেশ/
'মিশন শক্তি'তে উদ্বিগ্ন নাসা, পেন্টাগন বলল, মহাকাশ বর্জ্য বায়ুমণ্ডলে জ্বলে যাবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement