Election Manifesto: ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির লক্ষ্যে কাজ করবে আওয়ামি লিগ

Last Updated:
 প্রতিবেদন:  ফজলুর রহমান রাজু  
#ঢাকা: বাংলাদেশের নির্বাচন দোরগোড়ায় ৷ ক্ষমতায় কারা আসবে, তা নিয়ে চলছে চরম উত্তেজনা ৷ এমন অবস্থায় সরকার বনাম বিরোধীদের দ্বন্দ্বে তোলপাড় বাংলাদেশ ৷ বাংলাদেশ আওয়ামি লিগ, যারা এখন ক্ষমতায় রয়েছে, তারা সব ক্ষেত্রেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কাজ চালিয়ে যাবে ৷ এবারের নির্বাচনের ইস্তেহারে এমনটাই জানা গিয়েছে ৷
advertisement
২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই শেখ হাসিনার সরকার দু’দেশের সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে শান্তিস্থাপণ-সবেতেই সফল হয়েছে ৷ মঙ্গলবারই ২১ পয়েন্টের নির্বাচন ইস্তেহার প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামি লিগ ৷ সেখানেই ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির লক্ষ্যেই আওয়ামি লিগের কাজ করে দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে ৷
advertisement
advertisement
Manifesto
আওয়ামি লিগের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দু’দেশের মধ্যে শান্তি এবং সুসম্পর্ক বজায় রাখার জন্য বাংলাদেশ গুরুত্বপূ্র্ণ ভূমিকা নিতে চলেছে ৷ সমস্যা মেটাতে ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ৷ দু’দেশের নিরাপত্তা এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়টিও আগের মতোই চলতে থাকবে ৷
advertisement
ভারত-বাংলাদেশ-নেপালের পাশাপাশি রাশিয়া, চিন এবং অ্যাসোসিয়েশন অফ সাউথইস্ট এশিয়ান নেশনস (Asean) দেশগুলির সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং একসঙ্গে কাজের ধারা বজায় রাখতে বদ্ধপরিকর আওয়ামি লিগ ৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, কানাডার সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ ৷ পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের সঙ্গে ৪১০০ কিমি সীমানা শেয়ার করে বাংলাদেশ ৷ আওয়ামি লিগের জেনারেল সেক্রেটারি এবং রোড ট্রান্সপোর্ট ও ব্রিজ মন্ত্রী ওবাইদুল কাদের জানিয়েছেন, ‘‘ ভারত ও বাংলাদেশ দু’দেশের মধ্যে সম্পর্ক সবময়ই ভাল ৷ দু’দেশ হাতে হাত মিলিয়েই কাজ করে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Election Manifesto: ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির লক্ষ্যে কাজ করবে আওয়ামি লিগ
Next Article
advertisement
Tamil Nadu Bus Accident:  দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত অন্তত ১১
দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, তামিলনাড়ুতে ভয়াবহ দুর্ঘটনা! মৃত অন্তত ১১
  • তামিলনাড়ুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১১৷

  • দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ৷

  • বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement