Israel attack on Gaja: চরম প্রতিশোধের আগে হুঁশিয়ারি ইজরায়েলের, গাজায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন মানুষ

Last Updated:

প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতেইহের অভিযোগ, হামাস জঙ্গিদের উপরে বদলা নিতে গিয়ে রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী৷

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা৷
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা৷
গাজা: ইজরায়েল এবং প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ ইতিমধ্যেই প্যালেস্তাইনের প্রায় ১০ লক্ষ বাসিন্দাকে বাড়ি ঘর ছেড়ে দক্ষিণ গাজার দিকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে ইজারায়েলি সেনা৷ মনে করা হচ্ছে, হামাসের বিরুদ্ধে চরম কোনও পদক্ষেপ করার আগে প্যালেস্তাইনের সাধারণ মানুষকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ  দিচ্ছে ইজরায়েলিরা৷
ইজরায়েল হুঁশিয়ারি দেওয়ার পর হামাসও গাজার বাসিন্দাদের বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে৷ এর পরেই উত্তর গাজা ছেড়ে দলে দলে মানুষ গাজার দক্ষিণ প্রান্তের দিকে সরে যেতে শুরু করেন৷ ইজরায়েলি সেনা জানিয়ে দিয়েছে, আগামী কয়েকদিনে গাজা শহরে তাদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে বাড়বে৷
advertisement
advertisement
ইতিমধ্যেই ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা৷ ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুু৷ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং সেদেশের মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী৷ ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইওয়াভ গালান্ট আবার হামাসকে সাহায্য করার জন্য ইরানকে দায়ী করেছেন৷ তাঁর অভিযোগ, ইজরায়েলে হামােসর হামলায় সাহায্য করেছে ইরান৷
আবার প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শতেইহের অভিযোগ, হামাস জঙ্গিদের উপরে বদলা নিতে গিয়ে রীতিমতো গণহত্যা চালাচ্ছে ইজরায়েলের সেনাবাহিনী৷ মার্কিন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন আবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহুুকে বলেছেন, সেদেশ হামাস এখন যা করছে তা জঙ্গি গোষ্ঠী আইসিস-এর থেকেও খারাপ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel attack on Gaja: চরম প্রতিশোধের আগে হুঁশিয়ারি ইজরায়েলের, গাজায় ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন মানুষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement