দুর্নীতিতে দোষী, ফের ৭ বছরের জেল নওয়াজ শরিফের
Last Updated:
আদালত জানিয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি৷ সৌদি আরবে স্টিল মিল-এর মালিকানা ও আয়ের উত্স সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি শরিফ৷
#ইসলামাবাদ: দুর্নীতির একটি মামলা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ৭ বছরের হাজতবাসের নির্দেশ দিল আদালত৷ রায়ের পর শরিফের প্রতিক্রিয়া, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ফাঁসানো হল৷
আদালত জানিয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণে প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি৷ সৌদি আরবে স্টিল মিল-এর মালিকানা ও আয়ের উত্স সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি শরিফ৷
লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের আদালত। তাঁর মেয়ে মরিয়ম শরিফকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। মরিয়মের স্বামী ও জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মহম্মদ সফদরকেও আদালত এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। এবার অন্য দুই দুর্নীতি মামলায় নওয়াজের বিরুদ্ধে রায় ঘোষণা করা হচ্ছে।
advertisement
advertisement
২০১৬ সালের ৩ এপ্রিল 'পানামা পেপারস' ফাঁস হওয়া ওই গোপন নথিতে অর্থ পাচারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলের নাম উঠে আসায় নিজ দেশে চাপের মুখে পড়েন তিনি। বিরোধী দলগুলো থেকে তার পদত্যাগ দাবি করা হয়। ২০১৬ সালের ১ নভেম্বর নওয়াজ শরিফ ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবৈধ বিনিয়োগের অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিশন গঠন করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2018 4:29 PM IST