গরমের মরশুমে বিদ্যুতের বিল মাত্রাছাড়া, ‘ঐশ্বরিক’ সমাধান বাতলে দিলেন পাকিস্তানের মৌলানা

Last Updated:

মৌলানার বাতলে দেওয়া ঐশ্বরিক ওই সমাধান অর্থাৎ ‘জম জম’-এর অর্থ হল সৌদি আরবের মক্কার পবিত্র জলাধারের জমজম জল। এটাকে পবিত্র এবং আশীর্বাদী রূপে গণ্য করেন মুসলিম ধর্মাবলম্বীরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পবিত্র এই জলের মধ্যে চমকপ্রদ গুণ রয়েছে। যা অনেক সমস্যার সমাধান করতে পারে।

News18
News18
গরমের মরশুম যেন জ্বালা ধরাচ্ছে। একদিকে অস্বস্তি, তার মধ্যে হু-হু করে বাড়ছে ইলেকট্রিক বিল। বহু পরিবারই বিদ্যুতের খরচ বাঁচাতে নানা রকম উপায় অবলম্বন করছেন। এই অবস্থার মধ্যেই পড়শি দেশ পাকিস্তানের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিও-য় বিদ্যুৎ বাঁচানোর উপায় বাতলে দিয়েছেন এক মৌলানা। আসলে ভাইরাল ক্লিপটি একটি টক শো-এর। যেখানে উপস্থিত হয়েছিলেন ওই মৌলানা। অতিরিক্ত ইলেকট্রিক বিলের বোঝা নিয়ে মৌলানাকে একটি প্রশ্ন করেছিলেন এক মহিলা।
আসলে মহিলা প্রশ্ন করেন যে, “প্রচুর বেশি বেশি বিদ্যুতের বিল আসছে। তাই এমন কোনও উপায় বলুন, যার মাধ্যমে বিদ্যুতের বিলের বোঝা কমানো যায়?” এই প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসের ভঙ্গিতে আধ্যাত্মিক সমাধান বাতলে দিলেন ওই মৌলানা।
তিনি বলেন যে, “আপনারা যদি চান, বিদ্যুতের বিল অনেকটাই কমে যায়, তাহলে একটা আধ্যাত্মিক উপায় রয়েছে। এর জন্য আপনার তর্জনী আঙুল দিয়ে মিটারের উপর লিখে দিতে হবে জম জম। মাসে ২ বার করে এটা লিখতে হবে – আজ একবার লিখুন। এর ১৫ দিন পর আর একবার লিখুন। ঈশ্বর চাইলে, আমি নিশ্চিত করে বলতে পারি যে, আপনাদের বিল অনেকটাই কমে যাবে।”
advertisement
advertisement
এই ভিডিওটির সঙ্গে রয়েছে একটি ক্যাপশনও। তাতে লেখা হয়েছে, “ক্রমবর্ধমান বিদ্যুতের বিলের মুখোমুখি হচ্ছেন? পাকিস্তানের এই মৌলানার কাছে রয়েছে ঐশ্বরিক সমাধান।” যার জেরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মৌলানার পরামর্শ নিয়ে অবশ্য অনলাইনে হাসির রোলও উঠেছে। দেড় লক্ষের কাছাকাছি ভিউ পার করেছে ভিডিওটি। এক ব্যবহারকারী বলেন যে, “আমি এটা চেষ্টা করেছিলাম। এখন সরকারই আমায় বিদ্যুৎ ব্যবহারের জন্য টাকা দিচ্ছে।” অন্য একজন বলেন যে, “ভাগ্যিস, বিলের বোঝা কমানোর জন্য কোনও জিনকে সাহায্যের জন্য ডাকার কথা বলেননি উনি।” আর একজন লিখেছেন যে, “জম জম লিখতে গিয়েছিলাম। যম কারেন্ট লাগিয়ে দিয়েছে।”
advertisement
অন্যদিকে আবার একজন নেটিজেন লিখেছেন, “এটা সত্যি! আমি চেষ্টা করেছিলাম। কিন্তু ইলেকট্রিক বিল কমেনি। কিন্তু ওরা ভেবেছিল যে, আমি জ্যামের বিজ্ঞাপন করছি। আর Kissan আমায় বখশিস হিসেবে ১০০ টাকা দিয়ে গিয়েছে।” অন্য একজন কমেন্টে লিখেছেন যে, “লিখে দিয়েছি মৌলানা সাহেব… কিন্তু এখন বিদ্যুতের বিল তো দ্বিগুণ আসছে।” প্রসঙ্গত, মৌলানার বাতলে দেওয়া ঐশ্বরিক ওই সমাধান অর্থাৎ ‘জম জম’-এর অর্থ হল সৌদি আরবের মক্কার পবিত্র জলাধারের জমজম জল। এটাকে পবিত্র এবং আশীর্বাদী রূপে গণ্য করেন মুসলিম ধর্মাবলম্বীরা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পবিত্র এই জলের মধ্যে চমকপ্রদ গুণ রয়েছে। যা অনেক সমস্যার সমাধান করতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
গরমের মরশুমে বিদ্যুতের বিল মাত্রাছাড়া, ‘ঐশ্বরিক’ সমাধান বাতলে দিলেন পাকিস্তানের মৌলানা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement