Pakistan Taliban: পাকিস্তান তালিবানদের উপর এয়ারস্ট্রাইক, বাংলাদেশকে 'সাহায্য' করার আগেই চরম বিপদে পাকিস্তান! যা ঘটল, শুনে চমকে যাবেন

Last Updated:

Pakistan Taliban: পাকিস্তানের এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা করেছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিরীহ মানুষের উপর এয়ার স্ট্রাইক করেছে পাক সরকার।

কী অবস্থা পাকিস্তানে!
কী অবস্থা পাকিস্তানে!
ইসলামাবাদ: পাকিস্তান তালিবানদের উপর এয়ারস্ট্রাইক করল ইসলামাবাদ। বেশ কিছু প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করে দেওয়া হয়েছে। হত্যা করা হয়েছে বিদ্রোহীদের। পাকিস্তান সরকারের এক কর্তা বলেছেন, “পাক-আফগান সীমান্তের পাকাতিকা প্রদেশের পার্বত্য অঞ্চলে এয়ারস্ট্রাইক করা হয়।” তবে কীভাবে হামলা চালানো হয়, পাক-বিমান আফগানিস্তানের সীমানায় ঢুকেছিল কি না, তা জানা যায়নি।
পাকিস্তানের এয়ার স্ট্রাইকের তীব্র নিন্দা করেছে আফগানিস্তান। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, নিরীহ মানুষের উপর এয়ার স্ট্রাইক করেছে পাক সরকার। এঁদের বেশিরভাগই ওয়াজিরিস্তান থেকে পালিয়ে আসা শরণার্থী। হামলায় মহিলা ও শিশুদের মৃত্যু হয়েছে। মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান এটাকে নিষ্ঠুর কাজ বলে মনে করে। আন্তর্জাতিক নীতির বিরুদ্ধে সুপষ্ট আগ্রাসন। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”
advertisement
advertisement
তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপি হল সশস্ত্র সংগঠনের একটি জোট। এরাই তালিবান পাকিস্তান নামে পরিচিত। পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ার উদ্দেশ্যে ২০০৭ সালে টিটিপি তৈরি হয়। এদের লক্ষ্য হল, উপজাতীয় এলাকা এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ থেকে ইসলামাবাদের প্রভাব কমানো। পাশাপাশি গোটা পাকিস্তানে শর্তাধীন শরিয়া আইন লাগু করাও এদের অ্যাজেন্ডায় র‍য়েছে।
advertisement
টিটিপি-এর নেতারা পাকিস্তানি সরকারকে উৎখাত করে ইসলামি খিলাফত প্রতিষ্ঠা করতে চান। শুরুর দিন থেকেই আল-কায়দার প্রথম সারির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন তাঁরা। টিটিপি-এর প্রথম নেতা হলেন বেইতুল্লাহ মেহসুদ। ২০০৯ সালের ৫ অগাস্ট তাঁর মৃত্যু হয়। এরপর দলের দায়িত্ব নেন হাকিমুল্লাহ মেহসুদ। বর্তমানে টিটিপি প্রধানের পদে রয়েছেন মুল্লা ফজলুল্লাহ।
advertisement
নব্বইয়ের দশকে আফগানিস্তান থেকে তালিবানদের বের করে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সময় তাদের সেফ প্যাসেজ দিয়েছিল পাকিস্তান। ২০১৬ সালের পর খাইবার পাখতুনখোয়া অঞ্চলে অভিযান শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী। এই অভিযানে মূলত টিটিপি-কেই এলাকা থেকে বিতাড়ন করা হয়। কিন্তু ততদিনে আফগান তালিবানদের সঙ্গে পাকিস্তানি তালিবানদের সুসম্পর্ক গড়ে উঠেছে।
২০২২ সালে পাখতুনখোয়া অশান্ত হয়ে ওঠে। সেই সময় অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি ঘোষণা করেছিল টিটিপি। অনেক প্রদেশেই তাঁরা রীতিমতো প্রশাসনের ভূমিকায় নেমে পড়েন। চেকপয়েন্ট স্থাপন, যাত্রীদের কাছ থেকে ফি আদায়, পুলিশ ও সেনা কর্মকর্তাদের অপহরণ, এবং সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ও উপজাতীয় নেতাদের হত্যা চলতে থাকে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে আফগানিস্তানে তালিবান শাসনের এক বছর পর পাকিস্তানে জঙ্গি হামলা ৫১ শতাংশ বেড়ে যায়। ২০২৩ সালের ২৮ নভেম্বর, আসিম মুনির বাওজওয়ার থেকে পাকিস্তানের সেনাপ্রধান হিসেবে পদ গ্রহণের একদিন আগে, টিটিপি-এর কেন্দ্রীয় কমান্ড আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি প্রত্যাহার করে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Taliban: পাকিস্তান তালিবানদের উপর এয়ারস্ট্রাইক, বাংলাদেশকে 'সাহায্য' করার আগেই চরম বিপদে পাকিস্তান! যা ঘটল, শুনে চমকে যাবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement