corona virus btn
corona virus btn
Loading

পাক প্রধানমন্ত্রীর বাসভবন কি এখন বিয়েবাড়ির জন্য ভাড়ায় মিলছে? ভাইরাল ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের...

পাক প্রধানমন্ত্রীর বাসভবন কি এখন বিয়েবাড়ির জন্য ভাড়ায় মিলছে? ভাইরাল ছবি দেখে প্রশ্ন নেটিজেনদের...
Wedding ceremony at Pakistan Prime Minister's house, Photo Courtesy: Twitter

বিভিন্ন সময়ের দেশ প্রধানরা যেই বাড়িতে থেকে ইতিহাস তৈরি করেছেন, সেই বাড়িতে অন্যের বিয়ের অনুষ্ঠান! এটা কি ঠিক?

  • Share this:

#ইসলামাবাদ: এও সম্ভব, প্রধানমন্ত্রীর বাসভবনে বিয়ের আসর বসেছে! একেবারে জমিয়ে৷ সকলে উপস্থিত হয়েছে সেই বিয়েতে৷ প্রধানমন্ত্রীর বাসভবন বলে কথা, বিয়ে বাড়ির কদর বেড়েছে কয়েকগুন৷ এই ঘটনা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের৷ ইমরান খানের বাড়িতে এমন বিয়ের আসর যে বসতে পারে, তা দেখেই অবাক হয়ে যান সকলে৷

প্রধানমন্ত্রীর বাড়ি৷ নিঃসন্দেহে তার আলাদা গুরুত্ব রয়েছে৷ দেশের শাসকদলের প্রধান হিসেবে যে বাড়িতে থাকার যোগ্যতা অর্জন করেন প্রধানমন্ত্রী তার গরিমাই আলাদা৷ বিভিন্ন সময়ের দেশ প্রধানরা যেই বাড়িতে থেকে ইতিহাস তৈরি করেছেন, সেই বাড়িতে অন্যের বিয়ের অনুষ্ঠান! এটা কি ঠিক?

দেখুন বিয়ের কার্ডটি-

Photo Courtesy: Twitter Photo Courtesy: Twitter

আরও পড়ুন লিফটে ভাইয়ের গলায় লাগল ফাঁস! ঠান্ডা মাথায় ছোট্ট দিদি যা করল...ভাইরাল ভিডিও

পাক প্রধানমন্ত্রীর বাসভবনে এক ব্রিগেডিয়ারের মেয়ের বিয়ের অনুষ্ঠান ঘিরে উঠেছে নানা প্রশ্ন৷ কীভাবে এই বাড়িতে এমন হয়৷ তাহলে কি প্রধানমন্ত্রী বাড়ি এখন ভাড়া দেওয়া হচ্ছ বিয়েবাড়ি হিসেবে? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা৷ বিয়েবাড়ির আসর বসছে প্রধানমন্ত্রীর বাসভবনে, আমন্ত্রিতদের কার্ডে স্পষ্ট ছাপা হয়েছে৷ সেই কার্ড ও বিয়ের ছবি ভাইরাল৷ বিয়ের ছবিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও দেখা গিয়েছে৷ প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব নেওয়ার পর ইমরান জানিয়ছিলেন যে বাসভবনে একটি গ্রন্থাগার খুলতে চান তিনি৷ তবে আপাতত সেই আশায় জল ঢেলে বিয়েবাড়ির ভ্যেনু হিসেবে সেজে উঠেছে পাক প্রধানমন্ত্রী বাসভবন! মত নেটিজেনদের৷

First published: August 6, 2019, 9:41 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर