'গ্লোবাল টেররিস্ট' হাফিজ সইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্তত খুলে দিন, রাষ্ট্রপুঞ্জে আর্জি জানাল পাকিস্তান

Last Updated:

২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গ্লোবাল টেররিস্ট তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ ২০১২ সাল থেকে ওই জঙ্গিনেতার দাম ১ কোটি মার্কিন ডলার৷ তবে রাষ্ট্রপুঞ্জ পাকিস্তানের আবেদনে সাড়া দিয়েছে৷

#নিউ ইয়র্ক: সন্ত্রাসবাদীদের প্রশ্রয়ে বিশ্বে যতই নিন্দার মুখে পড়ুক পাকিস্তান, ইসলামাবাদ যে জঙ্গিদের পাশেই রয়েছে, তার আরও একবার প্রমাণ মিলল রাষ্ট্রপুঞ্জে৷ রাষ্ট্রপুঞ্জের গ্লোবাল টেররিস্ট তালিকায় থাকা জঙ্গিনেতা হাফিজ সইদের হয়ে খোলাখুলি সওয়াল করল পাকিস্তান৷ রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদের আবেদন, হাফিজ সইদকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷ যাতে অন্তত তার পরিবার ন্যূনতম খরচ চালাতে পারে৷
২৬/১১ মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে গ্লোবাল টেররিস্ট তালিকায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্রও৷ ২০১২ সাল থেকে ওই জঙ্গিনেতার দাম ১ কোটি মার্কিন ডলার৷ তবে রাষ্ট্রপুঞ্জ পাকিস্তানের আবেদনে সাড়া দিয়েছে৷ রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ হাফিজ সইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার আবেদনে অনুমোদন দিয়েছে৷
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের আবেদন ছিল, হাফিজ সইদ লাহোরে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ১৯৭৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত৷ ৪৫ হাজার ৭০০ পাকিস্তানি রুপি পেনশন পান ২৫ বছর চাকরির সুবাদে৷ সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে৷ পরিবারের খরচ চালাতে হাফিজ সইদকে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া হোক৷ সে দেড় লক্ষ পাকিস্তানি রুপি যাতে অ্যাকাউন্ট থেকে তুলতে পারে৷
advertisement
advertisement
গত ১৭ জুলাই একটি সন্ত্রাসবাদ মামলায় হাফিজ সইদকে গ্রেফতার করা হয়৷ তাকে ব্যাপক নিরাপত্তা বলয়ে লাহোরের লখপত জেলে রাখা হয়েছে৷
আরও ভিডিও: হাফিজ সইদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, ইসলামাবাদকে চাপ দিল্লির
বাংলা খবর/ খবর/বিদেশ/
'গ্লোবাল টেররিস্ট' হাফিজ সইদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্তত খুলে দিন, রাষ্ট্রপুঞ্জে আর্জি জানাল পাকিস্তান
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement