#লন্ডন: পাকিস্তান সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্য ৷ জঙ্গিদের আঁতুরঘর পাকিস্তান । সন্ত্রাসের এই স্বর্গরাজ্যে জঙ্গিরা সিরিয়ার থেকেও তিনগুন বেশি বিপজ্জনক। অক্সফোর্ড ইউনিভার্সিটির ও SFG-র করা রিপোর্টে এমনই উল্লেখ । রিপোর্টে বলা হয়েছে, জঙ্গি মদতের জন্যই বিশ্বজুড়ে লস্কর ই তইবার বাড়বাড়ন্ত ।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জঙ্গিগোষ্ঠীগুলি পাকিস্তানের মাটিতে নিশ্চিন্তে রয়েছে ৷ পাকিস্তানের সমর্থনেই তারা বিশ্বজুড়ে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে ৷ আফগান তালিবান এবং লস্কর ই তইবা-কে সবথেকে বিপজ্জনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে ৷ আর্থিক ক্ষেত্রে সাহায্যের পাশাপাশি জঙ্গি গোষ্ঠীগুলিকে নিরাপদ আশ্রয়ের বিষয়টিতেও পাকিস্তান দু’হাত বাড়িয়ে দিয়েছে ৷ এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে ৷
আরও পড়ুন:শবরীমালায় সুপ্রিম রায়কে কেন সমর্থন ? রাগে পুড়িয়ে দেওয়া হল আশ্রম
৮০ পাতার ওই রিপোর্টেই দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে প্রায় ২০০ টি জঙ্গি সংগঠন দাপিয়ে বেড়াচ্ছে ৷ তার মধ্যে বেশিরভাগ জঙ্গি সংগঠনেরই জন্ম পাকিস্তানে ৷ এর পাশাপাশি রিপোর্টেই উঠে এসেছে আরও বেশ কিছু তথ্য ৷ জানা যাচ্ছে, আলকায়েদার জন্ম পাকিস্তানেই ৷ এছাড়াও পাক সেনার দেওয়া নিরাপত্তার জন্যই ওসামা বিন লাদেন নিশ্চিন্তে তাঁর সাম্রাজ্য বানান পাকিস্তাে ৷
এই রিপোর্টের জেরে আন্তর্জাতিক মঞ্চে ফের একবার কোণঠাসা হল পাকিস্তান ৷ সন্ত্রাসকে মদত দেওয়া হবে না ৷ এমন শান্তির বার্তা যতই আওড়াক না কেন পাকিস্তান ৷ আদতে পরিস্থিতির সামান্য রদবদল হয়নি ৷ রিপোর্টেই তা স্পষ্ট হল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Oxford university, Pakistan