#পাকিস্তান: পাকিস্তান জেলে ২৬১ জন ভারতীয় বন্দি রয়েছেন। সেই বন্দিদের একটা লিস্ট তৈরি করেছে পাকিস্তান সরকার। এবং সেই লিস্ট ভারতের বিদেশ মন্ত্রককে দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছেন, যে ২০০৮ সালের ২১ মে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতেই এই নথি জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানে বন্দি ভারতীয়দের মধ্যে ২০৯ জনই জেলে। মাছ ধরতে গিয়ে তাঁরা ভুল করে পাকিস্তানের জল সীমানায় ঢুকে পড়ে। আর সেখান থেকেই তাঁদের আটক করে পাকিস্তান সরকার।
তবে ওই চুক্তি অনুযায়ী ভারতকেও জানাতে হবে কতজন পাকিস্তানি ভারতের জেলে বন্দি রয়েছে তার নথি। দুই দেশকেই বছরে দুবার এই তথ্য একে অপরকে জানাতে হয়। চুক্তি অনুযায়ী জানুয়ারির ১ তারিখ ও জুলাই মাসে তারা এই নথি শেয়ার করে একে অপরকে।