Pakistan Sends Expired Relief Supplies: বিশ্বমঞ্চে ফের মুখ পুড়ল পাকিস্তানের, শ্রীলঙ্কায় সাহায্যে ‘এক্সপায়ারি ডেট’ পেরোনো ত্রাণ পাঠাল পাকিস্তান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নিজেদের অবস্থান শক্ত করার বদলে এমন ঘটনা ঘটাল পাকিস্তান যে মুখ পুড়ল বিশ্বমঞ্চে তাদেরই
নয়াদিল্লি: পাকিস্তান আবারও নতুন কূটনৈতিক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছে, কারণ তারা শ্রীলঙ্কাতে সাইক্লোন দিতওয়ার পরে যে রিলিফ পাঠিয়েছে, তার মধ্যে মেডিকেল সামগ্রী, খাবারের প্যাকেট এবং প্রয়োজনীয় জিনিস ছিল, কিন্তু কলম্বোতে সেই রিলিফ পৌঁছতেই চক্ষু চড়কগাছ কর্মকর্তাদের৷ তাদের মতে এসবের বহু জিনিসই মেয়াদোত্তীর্ণ ছিল অর্থাৎ এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে।
Cyclone Ditwah-র কারণে শ্রীলঙ্কাতে ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে, সেই জরুরি পরিস্থিতিতে পাকিস্তানও সাহায্য পাঠিয়েছিল৷ কিন্তু প্যাকেটগুলো পৌঁছানোর পরই পরীক্ষা করা হয়, এবং অনেক কার্টন এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছিল অর্থাৎ যা ব্যবহার অনুপযোগী। এই কারণে শ্রীলঙ্কার ডিসাস্টার ম্যানেজমেন্ট এবং বিদেশমন্ত্রক বিভাগে “গুরুতর উদ্বেগ” দেখা দিয়েছে। Colombo তাদের অসন্তোষ Islamabad-কে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানিয়েছে।
advertisement

advertisement
শ্রীলঙ্কায় রিলিফ পাঠাল পাকিস্তান
Instead of disposing in garbage, Pakistan chose to send its expired Food materials to flood hit Sri Lanka pic.twitter.com/nqpsukHRNv
— Rishi Bagree (@rishibagree) December 2, 2025
advertisement
এই ঘটনা Pakistan-এর জন্য বড় ধরনের বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে, যখন তারা Indian Ocean অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী করার চেষ্টা করছে। Sri Lanka-র কর্মকর্তারা বলছেন, এই চালান Pakistan-এর মানবিক সাহায্যের মান ও গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে, বিশেষ করে যখন দ্বীপ দেশটি সংকট-পরবর্তী পুনরুদ্ধারের সঙ্গে লড়াই করছে।
advertisement
এটাই প্রথম নয়, পাকিস্তানের রিলিফ ডিপ্লোম্যাসি নিয়ে সমালোচনা হয়েছে। ২০১৫ সালে নেপালে-এ ভূমিকম্পের সময় ইসলামাবাদ গরুর মাংসের রেডি-টু-ইট খাবার পাঠিয়েছিল হিন্দু-প্রধান দেশে, যার ফলে সাংস্কৃতিক সংবেদনশীলতা নিয়ে জনরোষ দেখা দিয়েছিল।
সাম্প্রতিক এই বিতর্ক Sri Lanka-র সিভিল সোসাইটি গ্রুপ এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের জন্ম দিয়েছে, অনেকেই মেয়াদোত্তীর্ণ সাহায্যকে “অপমান” এবং “জোক অফ এড ডিপ্লোম্যাসি” বলছেন। কেউ কেউ সরকারকে Pakistan-এর কাছে জবাবদিহি চাইতে বলেছেন।
advertisement
Colombo-র কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনার পর সব incoming রিলিফ চালানের জন্য পরীক্ষা-নিরীক্ষার নিয়ম আরও কঠোর করার পরিকল্পনা হচ্ছে, বিশেষ করে যেসব দেশ আগে অনুপযুক্ত বা নিম্নমানের সাহায্য পাঠিয়েছে। তারা আরও বলেন, এই বিষয়টি দেখিয়ে দেয়, মানবিক সাহায্য যেন জননিরাপত্তা বা কূটনৈতিক সদিচ্ছা নষ্ট না করে, তার জন্য কঠোর নজরদারি দরকার।
advertisement
সংকট
Indonesia এবং Sri Lanka-র সরকার ও সাহায্য সংস্থাগুলো মঙ্গলবার দ্রুত সাহায্য পাঠানোর চেষ্টা করেছে, কারণ প্রাণঘাতী বন্যায় চারটি দেশে প্রায় ১,২০০ জন মারা গেছেন এবং কয়েক লক্ষ মানুষ আটকে পড়েছেন।
মৌসুমি বর্ষার প্রবল বৃষ্টি এবং গত সপ্তাহে দুটি আলাদা ট্রপিক্যাল সাইক্লোনের কারণে Sri Lanka-র পুরো অংশ এবং Indonesia-র Sumatra, দক্ষিণ Thailand ও উত্তর Malaysia-তে ভারী বৃষ্টি হয়েছে।
advertisement
Sri Lanka-তে অন্তত ৩৯০ জন মারা গেছেন এবং আরও ৩৫২ জন নিখোঁজ। President Anura Kumara Dissanayake এই পরিস্থিতিকে “আমাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ” বলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2025 5:39 PM IST

