Pakistan Election 2024: সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী নামিয়ে পাকিস্তানে চলছে ভোটগ্রহণ, বন্ধ মোবাইল পরিষেবা

Last Updated:

Pakistan Election 2024: নির্বাচনের জন্য পাকিস্তানে মোবাইল ফোন পরিষেবা ব্যাহত রাখা হয়েছে

সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী নামিয়ে পাকিস্তানে চলছে ভোটগ্রহণ
সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী নামিয়ে পাকিস্তানে চলছে ভোটগ্রহণ
করাচি: কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে পাকিস্তানে। ভোটগ্রহণ পর্বের আগে শেষ কয়েকদিন একাধিকবার উত্তপ্ত হয়েছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। বোমা বিস্ফোরণের খবরও এসেছে। জেলবন্দি ইমরান খান পোস্টাল ব্যালটের মাধ্যমে জেল থেকে ভোট দিয়েছে বলে খবর। এদিকে, নির্বাচনের জন্য পাকিস্তানে মোবাইল ফোন পরিষেবা ব্যাহত রাখা হয়েছে।
পাকিস্তানে নির্বাচনের জন্য প্রায় ৬,৫০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে দেশের ১২ কোটি ৮৫ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তার কারণে পাকিস্তান সরকার আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত সিল করে দিয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ৯০ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পাকিস্তানে সংখ্যালঘু ভোটার সংখ্যা ৩৬ লাখ। যেখানে ১৮ লাখ হিন্দু ভোটার রয়েছে। ভোটকর্মীরা ভোটকেন্দ্রে ম্যানুয়ালি ভোট গণনা করবেন এবং গভীর রাতে ফলাফল আশা করা হচ্ছে। এখানে সাধারণ নির্বাচনের জন্য ২৬ কোটি ব্যালট পেপার ছাপা হয়েছে। পাকিস্তানের ৩৩৬টি আসনে ভোট শুরু হয়েছে। একই সঙ্গে দেশের ৪টি রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্যও ভোটগ্রহণ চলছে।
advertisement
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) অনুসারে, ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য ৫,১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন ৪,৮০৭ জন পুরুষ, ৩১২ জন মহিলা এবং দুজন তৃতীয় লিঙ্গের। চারটি রাজ্যের বিধানসভার জন্য ১২,৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রয়েছেন ১২,১২৩ জন পুরুষ, ৫৭০ জন মহিলা এবং ২ জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Election 2024: সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী নামিয়ে পাকিস্তানে চলছে ভোটগ্রহণ, বন্ধ মোবাইল পরিষেবা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement