Pakistan Election 2024: সাড়ে ৬ লাখ নিরাপত্তা কর্মী নামিয়ে পাকিস্তানে চলছে ভোটগ্রহণ, বন্ধ মোবাইল পরিষেবা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Pakistan Election 2024: নির্বাচনের জন্য পাকিস্তানে মোবাইল ফোন পরিষেবা ব্যাহত রাখা হয়েছে
করাচি: কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে পাকিস্তানে। ভোটগ্রহণ পর্বের আগে শেষ কয়েকদিন একাধিকবার উত্তপ্ত হয়েছে পাকিস্তানের বিভিন্ন এলাকা। বোমা বিস্ফোরণের খবরও এসেছে। জেলবন্দি ইমরান খান পোস্টাল ব্যালটের মাধ্যমে জেল থেকে ভোট দিয়েছে বলে খবর। এদিকে, নির্বাচনের জন্য পাকিস্তানে মোবাইল ফোন পরিষেবা ব্যাহত রাখা হয়েছে।
পাকিস্তানে নির্বাচনের জন্য প্রায় ৬,৫০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে দেশের ১২ কোটি ৮৫ লাখের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নিরাপত্তার কারণে পাকিস্তান সরকার আফগানিস্তান ও ইরানের সঙ্গে সীমান্ত সিল করে দিয়েছে। ভোটগ্রহণ কর্মকর্তাদের তত্ত্বাবধানে ৯০ হাজারের বেশি ভোটকেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছে দেওয়া হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন, ‘জলঘোলা’ বিধানসভা! স্বপ্নের প্রকল্প বলতেই মন্ত্রীকে সংবিধান স্মরণ করিয়ে খোঁচা অশোক লাহিড়ীর
পাকিস্তানে সংখ্যালঘু ভোটার সংখ্যা ৩৬ লাখ। যেখানে ১৮ লাখ হিন্দু ভোটার রয়েছে। ভোটকর্মীরা ভোটকেন্দ্রে ম্যানুয়ালি ভোট গণনা করবেন এবং গভীর রাতে ফলাফল আশা করা হচ্ছে। এখানে সাধারণ নির্বাচনের জন্য ২৬ কোটি ব্যালট পেপার ছাপা হয়েছে। পাকিস্তানের ৩৩৬টি আসনে ভোট শুরু হয়েছে। একই সঙ্গে দেশের ৪টি রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্যও ভোটগ্রহণ চলছে।
advertisement
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) অনুসারে, ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য ৫,১২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন ৪,৮০৭ জন পুরুষ, ৩১২ জন মহিলা এবং দুজন তৃতীয় লিঙ্গের। চারটি রাজ্যের বিধানসভার জন্য ১২,৬৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে রয়েছেন ১২,১২৩ জন পুরুষ, ৫৭০ জন মহিলা এবং ২ জন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2024 9:41 AM IST