Pakistan Army Crisis: দেশের মধ্যেই উভয় সঙ্কট, সেনাপ্রধান মুনির যুদ্ধ চাইলেও কেন তলানিতে পাক সেনার মনোবল?

Last Updated:
যুদ্ধ চাইছেন সেনাপ্রধান অসিম মুনির, পাক সেনা তৈরি তো? ছবি-এক্স
যুদ্ধ চাইছেন সেনাপ্রধান অসিম মুনির, পাক সেনা তৈরি তো? ছবি-এক্স
ইসলামাবাদ: কয়েকদিন আগেই কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির৷ তাঁর সেই বক্তব্যের কিছু দিনের মধ্যেই গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালিয়ে নিরীহ ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা৷
মনে করা হচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধান যে কোনও মূল্যে ভারতের সঙ্গে সামরিক সংঘাত বা যুদ্ধ শুরু করতে মরিয়া৷ দ্য ইকোনমিক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ক্ষোভ দিন দিন বাড়ছে৷ আম পাকিস্তানিদের সমর্থন হারাচ্ছে পাক সেনা৷ এই অবস্থা থেকে সেনাবাহিনীর পায়ের তলার মাটি শক্ত করতেই ভারতের সঙ্গে যুদ্ধ জিগিড় তুলছেন মুনির৷
advertisement
কিন্তু পাকিস্তানেই সমর্থন হারাচ্ছে পাক সেনা?
advertisement
বাস্তবিকই অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাক সেনা৷ কারণ পাক সেনাবাহিনীর জেনারেল সহ শীর্ষ কর্তারা যেভাবে রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ছেন, তা মানুষ ভাল ভাবে নিচ্ছেন না৷ এই প্রথম পাক সেনার শীর্ষ কর্তারা রাজনৈতিক বিষয়ে জড়াচ্ছেন এমন নয়, কিন্তু আম পাকিস্তানিরা সেনা কর্তাদের এই ভূমিকার বিরুদ্ধে সুর চড়াচ্ছেন, এমন ঘটনা আগে ঘটেনি৷ প্রকাশ্যেই সাধারণ মানুষে সেনাবাহিনীর বিরুদ্ধে মুখ খুলছেন৷ সাধারণ মানুষের সমর্থন কমতে থাকায় পাক সেনার মনোবলও তলানিতে গিয়ে ঠেকছে৷ তার উপর সাম্প্রতিক সময়ে পাকিস্তানে যেভাবে সেনা জওয়ানরা জঙ্গি আক্রমণের শিকার হয়েছেন, তাতে পাক সেনার নিচুতলায় ক্ষোভ এবং আতঙ্ক দানা বাঁধছে৷
advertisement
এরই মধ্যে গত সোমবার সমাজমাধ্যমে ভাইরাল একটি চিঠির সূত্র ধরে দাবি করা হয়, উপরমহলে বিরুদ্ধে ক্ষোভ এবং মানসিক চাপের কারণে গণইস্তফা দিতে শুরু করেছেন পাক সেনা জওয়ান এবং অফিসাররা৷ যদিও পাকিস্তানের প্রথমসারির সংবাদপত্র ডন এই খবরকে মিথ্যে বলে দাবি করেছে৷ ভারতীয় সমাজমাধ্যম থেকে এই ভিত্তিহীন খবর ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন পাক সেনার পেশোয়ার কর্পস-এর এক সেনাকর্তাও৷
advertisement
গণইস্তফার এই খবরকে যদি ভিত্তিহীন বলে ধরেও নেওয়া হয়, তা সত্ত্বেও পাক সেনার অন্দরে যে সবকিছু ঠিক নেই, তা স্পষ্ট৷ বহু দেশেই সেনাবাহিনীকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়৷ কিন্তু পাক সেনা এই মুহূর্তে এমন উভয় সঙ্কটে পড়েছে, যা নজিরবিহীন৷ একদিকে দেশের ভিতরেই জঙ্গিরা মরিয়া হয়ে পাক সেনার উপরে যখন তখন হামলা চালাচ্ছে, আবার দেশের মানুষও পাক সেনার উপরে আস্থা হারিয়ে ক্ষোভ প্রকাশ করছেন৷ এই পরিস্থিতির বদল আনতেই কাশ্মীরে জঙ্গিদের মদত দিয়ে পাক সেনাপ্রধান জেনারেল মুনির দেশবাসীর নজর ঘুরিয়ে দিতে মরিয়া চেষ্টা করছেন বলেই মত ভারতীয় গোয়েন্দা এবং কূটনীতিকদের৷
advertisement
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত গড়ে উঠতে থাকে পাকিস্তানে৷ ইমরান খানের গ্রেফতারির পরই তাঁর দল পিটিআই-এর সমর্থকরা পাকিস্তানের বিভিন্ন প্রান্তে সেনা কার্যালয়ে ঢুকে পড়ে বিক্ষোভ দেখায় এবং ভাঙচুর করে৷ রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দফতর, লাহোরে সেনার শীর্ষ কর্তার বাসভবনে হামলা হয়৷ সেনা- বিক্ষোভকারী সংঘর্ষে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে৷ প্রায় ৩২০০ বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা শুরু করে পাক সেনা৷ তাঁদের মধ্যে প্রায় ২৫ জনকে ২ থেকে ১০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে৷ পাকিস্তানের মিলিটারি কোর্ট থেকেই এই শাস্তি দেওয়া হয়৷
advertisement
সেনা আদালতে সাধারণ মানুষের বিচার কেন হবে, তা নিয়েও পাকিস্তানের আম জনতার মধ্যে ক্ষোভ জন্মেছে৷ এই ঘটনাকে সেনার ক্ষমতার অপব্যবহার এবং অগণতান্ত্রিক পদ্ধতি বলেই মনে করেন পাকিস্তানের সাধারণ মানুষের একটা বড় অংশ৷
সেনার বিরুদ্ধে প্রকাশ্যেই বিক্ষোভে দেখিয়েছে ইমরানের দল পিটিআই৷ সাধারণ মানুষও সেনার দমনমূলক নীতির বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছেন৷ সমাজমাধ্যমেও পাক সেনা বিরোধী প্রচার চলছে৷ তার উপরে পাক সেনার অন্দরেই ইমরান খানের বিপুল সংখ্যক সমর্থক রয়েছে৷ ফলে ইমরান এবং তাঁর দলের বিরুদ্ধে পাক সেনার শীর্ষকর্তারা যে পদক্ষেপ করছেন, তা ভাল ভাবে নাও নিতে পারে বাহিনীর নিচুতলার সদস্যরা৷ ফলে সেনাবাহিনীর নেতৃত্বের সঙ্গে নিচুতলার জওয়ানদের মতপার্থক্য তৈরি হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে পাক সেনার অন্দরে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan Army Crisis: দেশের মধ্যেই উভয় সঙ্কট, সেনাপ্রধান মুনির যুদ্ধ চাইলেও কেন তলানিতে পাক সেনার মনোবল?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement