Pakistan news: পাঁচ মাসে ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে পাকিস্তান, দাবি রিপোর্টে

Last Updated:

Pakistan news: গত পাঁচ মাসে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে। সেই সংখ্যাটা ৫০৪ জন, এমনই দাবি করা হয়েছে এক রিপোর্টে।

প্রতীকী চিত্র৷
প্রতীকী চিত্র৷
পেশোয়ার: গত পাঁচ মাসে বিপুল সংখ্যক সন্ত্রাসবাদীকে খতম করা হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে। সেই সংখ্যাটা ৫০৪ জন, এমনই দাবি করা হয়েছে এক রিপোর্টে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীদের জমা দেওয়া ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তারা নাকি সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন নিরাপত্তা বাহিনীদের দেওয়া তথ্যে দাবি করা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তানে তাঁরা ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে। যার মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) এবং হাফিজ গুল বাহাদুর গ্রুপের কিছু সদস্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়া আফগানিস্তানের সীমান্ত লাগোয়া একটি এলাকা। যেখানে বেশ সক্রিয় সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালিবান। এই টিটিপি পাকিস্তান সরকারের কট্টর বিরোধি, তাই টিটিপিকে বাগে আনতে বার বার অভিযানে নেমেছে পাক সেনা এবং ফ্রন্টিয়ার কোর বাহিনী। ২০০৯ সাল থেকে টিটিপির বিরুদ্ধে লড়াই করেও সুবিধা করতে পারেনি পাক সেনা।
advertisement
শুধু তাই নয়, রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ১৫৮ জন নিষিদ্ধ সংগঠনের সদস্যকে খুন, অপহরণ- সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়েছে। পাক সরকারের নিষিদ্ধ করা সংগঠন দু’টির আক্রমণে প্রাণ হারিয়েছেন ২৪০ জন নাগরিক এবং ২০০ জন নিরাপত্তারক্ষী। নিহত হওয়া ৫০৪ জন সন্ত্রাসবাদীর মধ্যে খাইবার পাখতুনখোয়ার রয়েছে ২৫৩ জন এবং বালোচিস্তানের রয়েছে ৩৫১ জন।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan news: পাঁচ মাসে ৫০৪ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে পাকিস্তান, দাবি রিপোর্টে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement