Oscars 2017: কী হতে চলেছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে?

আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই হলিউডের ডলবি থিয়েটারে বসবে তারকার মেলা ৷

  • Last Updated :
  • Share this:

    #ক্যালিফোর্নিয়া: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা ৷ তারপরেই হলিউডের ডলবি থিয়েটারে বসবে তারকার মেলা ৷ মঞ্চে উপস্থিত হবেন দেশবিদেশের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা ৷ দর্শক আসনেও নজর কাড়বেন হলিউডের বিগশটস ৷ ডিরেক্টর থেকে টেকনিশিয়ান সকলের জন্য স্বপ্নের সন্ধ্যা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ৷ যাকে বলা হয়, বিগেস্ট অ্যাওয়ার্ড শো অন আর্থ ফর সিনেমা ৷ সব মিলিয়ে অস্কার ২০১৭-এর দিকে নজর গোটা বিশ্বের ৷

    ৮৯ তম অ্যাকাডেমি পুরস্কারে এবার কোন ছবি বাজিমাত করবে, কোন নায়ক ও নায়িকার হাতে উঠবে অস্কার ৷ প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে কি দেব পটেলের হাতে উঠবে অস্কার? সমস্ত রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি অস্কার বিজয়ী ছবির তকমা কি ছিনিয়ে নিতে সফল হবে লা-লা ল্যান্ড? সমস্ত উত্তর জানা যাবে এদিনই ৷

    ২৬ ফেব্রুয়ারি, আমেরিকায় স্থানীয় সময় সন্ধে সাড়ে আটটায় থেকে অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে ৷ ভারতীয় সময় ভোর সাড়ে পাঁচটা থেকে এই অনুষ্ঠান দেখা যাবে ৷

    তার আগে এক ঝলক দেখে নিন অস্কার লড়াইয়ে রয়েছে কোন কোন ছবি!

    সেরা ছবি

    লা লা ল্যান্ডমুনলাইটম্যাঞ্চেস্টার বাই দ্য সিঅ্যারাইভাললায়নহক’শ রিজহিডেন ফিগারফেনসেসহেল অর হাই ওয়াটার

    সেরা পরিচালক

    ডেনিস ভিলেনিউভা, অ্যারাইভালমেল গিভসন, হক’শ রিজড্যামিয়েন চাজেল্লে, লা লা ল্যান্ডকেনেথ লোনেরগান, ম্যাঞ্চেস্টার বাই দ্য সিবেরি জেনকিনস, মুনলাইট

    সেরা অভিনেত্রী

    এমা স্টোন, লা লা ল্যান্ডনাতেলিয়া পোর্টম্যান, জ্যাকিঅ্যামি অ্যাডমস, অ্যারাইভালমেরিল স্ট্রিপ, ফ্লোরেন্স ফস্টার জেনকিনস৷ইজাবেলে হাপারট, এলে

    সেরা সহ অভিনেতাজেফ ব্রিজেস, হেল অর হাই ওয়াটারমহেরশালা আলি, মুনলাইটদেব পটেল, লায়নমাইকেল শ্যানন, নকটারনাল অ্যানিমেলস

    সেরা অভিনেতা

    ক্যাসে অ্যাফলেক, ম্যাঞ্চেস্টার বাই দ্য সিডেনজেল ওয়াশিংটন, ফেনসেসরায়ান গসলিং, লা লা ল্যান্ডভিগো মর্টেনসেন, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকঅ্যান্ড্রু গারফিল্ড, হক’শ রিজটম হ্যাঙ্কস, সাল্লি

    সেরা সিনেম্যাটোগ্রাফিঅ্যারাইভাললা লা ল্যান্ডলায়নমুনলাইট

    সেরা বিদেশি ছবিল্যান্ড অফ মাইনআ ম্যান কলড ওভদ্য সেলসম্যানতন্নাটোনি ইরডম্যান

    First published:

    Tags: Dev Patel, La La Land, Oscar 2017, OSCAR Nominees