Oscars 2017: অস্কারের মঞ্চে সেরার শিরোপা পেলেন কারা?

বিতর্ক, প্রতিবাদ, স্বপ্নভঙ্গ বহু অনুভূতির সাক্ষী রইল হলিউডের ডলবি থিয়েটার ৷

  • Last Updated :
  • Share this:

    #লস অ্যাঞ্জলেস: বিতর্ক, প্রতিবাদ, স্বপ্নভঙ্গ বহু অনুভূতির সাক্ষী রইল হলিউডের ডলবি থিয়েটার ৷ ৮৯তম অস্কারের মঞ্চ শুধু শ্রেষ্ঠত্বের সম্মানে পুরস্কার বিতরণী মঞ্চে রচিত হল বেশ কিছু চুড়ান্ত নাটকীয় মুহূর্ত ৷

    দেব পটলের হাতছাড়া অস্কার, প্রথম মুসলিম হিসেবে মাহেরশালা আলির অস্কার বিজয়, ইরানি পরিচালক আসগর ফারহাদির অস্কার বয়কট, অস্কারে ২০ তম মনোনয়ন পাওয়ার জন্য মেরিল স্ট্রিপকে স্ট্যাডিং ওভেশন ৷ কিন্তু এই সমস্ত কিছুকে ছাড়িয়ে ৮৯ তম অস্কার পুরস্কার বিতরণীর সমস্ত লাইম লাইট কেড়ে নিল শেষবেলার একটি ভুল ৷

    অস্কারের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ৷ কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল বিজয়ীর নাম ৷ সেরা ছবির নাম ঘোষণায় ভুল হওয়ায় শেষ পুরস্কার বিতরণের সময় হয় গন্ডগোল ৷ প্রথমে লা লা ল্যান্ডকে সেরা ছবি হিসেবে ঘোষণা করেন ওয়ারেন বিটি ৷

    আরও পড়ুন

    ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ অস্কার মঞ্চে

    পুরস্কার নিতে মঞ্চে উঠে আসেন ড্যামিয়েন চ্যাজেল, এমা স্টোন সহ লা লা ল্যান্ডের গোটা টিম ৷ পুরস্কার মঞ্চে সোনালি অস্কার মূর্তি হাতে নিয়ে যখন ধন্যবাদ ভাষণ পর্ব চলছে ৷ তখন হঠাতই নজরে এল ভুল ৷ ক্ষমা চেয়ে ২০১৭-এর সেরা ছবি হিসেবে ঘোষণা করা হয় ‘মুনলাইট’-এর নাম ৷

    আরও পড়ুন

    অস্কার মঞ্চে বিতর্ক, সেরা ছবি ঘোষণায় ভুল

    ১৪টা বিভাগে মনোনয়ন পেলেও লা লা ল্যান্ডের ঝুলিতে এল ৬ টা অস্কার ৷

    বিতর্ককে পিছনে ফেলে আসুন দেখে নিই ২০১৭-এর অস্কার মঞ্চে সেরা হলেন কারা-

    সেরা ছবি হিসেবে অস্কার জিতল ‘মুনলাইট’

    ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার পেলেন ড্যামিয়েন চ্যাজেল

    ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা অভিনেত্রী এমা স্টোন

    ‘ম্যাঞ্চেস্টার বাই দ্য সি’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পেলেন ক্যাসি অ্যাফ্লেক

    ‘ফেনসেস’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার পেলেন ভায়োলা ডেভিস

    ‘মুনলাইট’ ছবির জন্য সেরা সহ অভিনেতা হিসেবে অস্কার পেলেন মাহেরশালা আলি

    সেরা তথ্যচিত্র (ফিচার) ‘মেড ইন আমেরিকা’

    ‘অ্যারাইভাল’ ছবির জন্য সেরা সাউন্ড ডিজাইনিং-এ অস্কার পেলেন সিলভিয়া বেলামেয়ার

    সেরা বিদেশি ছবির জন্য অস্কার পেল ইরানের ছবি ‘সেলসম্যান’

    অ্যানিমেশনে অস্কার স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘পাইপার’

    সেরা অ্যানিমেশন ছবি ‘জুটোপিয়া’

    ভিস্যুয়াল এফেক্টসে সেরা ছবির অস্কার পেল ‘দ্য জঙ্গলবুক’

    ‘হেকস-রিজ’ ছবির জন্য সেরা সম্পাদকের অস্কার পেলেন জন গিলবার্ড

    সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে অস্কার পেল ‘দ্য হোয়াইট হেলমেট’

    ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফারের অস্কার পেলেন লিনা স্যান্ডগ্রেন

    সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং বিভাগে ‘সুইসাইড স্কোয়াড’ ছবির জন্য অস্কার জিতলেন অ্যালেসান্ড্রো বার্তোলাজি, জিওর্জিও গ্রেগর্নি এবং ক্রিস্টোফার নেলসন

    সেরা কস্টিউম ডিজাইন বিভাগে ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হ্যোয়ার টু ফাইন্ড দেম ছবির জন্য অস্কার পেলেন রলিন অ্যাটউড

    First published:

    Tags: Best Film, La La Land, Moonlight, Oscar 2017, Winners List