অস্কার মঞ্চে বিতর্ক, সেরা ছবি ঘোষণায় ভুল

Last Updated:
#লস অ্যাঞ্জলেস: অস্কারের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ৷ কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল বিজয়ীর নাম ৷ পুরস্কার ঘোষণা শেষ ৷ বিজয়ী ছবির টিমের হাতে অস্কার তুলে দেওয়ার কাজও শেষ ৷ হঠাতই ছন্দপতন ৷ জানানো হল, এতক্ষণ যা হয়েছে তা সমস্ত ভুল ৷ সেরা ছবি বিভাগে অস্কার জিতেছে অন্য কেউ ৷
নাম বিভ্রাটে এমনই ছন্দ পতন ৷ ৮৯ তম অস্কার বিতরণী মঞ্চ শেষবেলায় সাক্ষী থাকল এমনই বিভ্রাটের ৷ অ্যাকাডেমি পুরস্কার মঞ্চে সবথেকে বড় পুরস্কারটি ঘোষণার সময়ই হল গন্ডগোল ৷ প্রথমে লা লা ল্যান্ডকে সেরা ছবি হিসেবে ঘোষণা করা হয় ৷ পুরস্কার নিতে মঞ্চে উঠে আসেন ড্যামিয়েন চ্যাজেল, এমা স্টোন সহ লা লা ল্যান্ডের গোটা টিম ৷ পুরস্কার মঞ্চে সোনালি অস্কার মূর্তি হাতে নিয়ে যখন ধন্যবাদ ভাষণ পর্ব চলছে ৷ তখন হঠাতই নজরে এল ভুল ৷
advertisement
ঘোষণাপত্রে যে কার্ডটি দেখে বিজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল, সেই কার্ডটি ভুলবশত বদলে যায় ৷ পরে ত্রুটি নজরে এলে ক্ষমা চেয়ে ২০১৭-এর সেরা ছবি হিসেবে ঘোষণা করা হয় ‘মুনলাইট’-এর নাম ৷
advertisement
Photo Courtesy Getty Image এই কার্ডই বদলে দিল অস্কারের সন্ধে Photo Courtesy Getty Image
advertisement
এই কার্ডই বদলে দিল অস্কারের সন্ধে
মঞ্চের উপরে তখন এক বিচ্ছিরি পরিস্থিতি ৷ হঠাত-ই লা লা ল্যান্ডের টিমের উৎসবের সুর কেটে যায় ৷ অন্যদিকে, দর্শকাসনে মুনলাইট-এর কলাকুশলীদের উচ্ছাসে উত্তাল ডলবি থিয়েটার ৷ মুনলাইট-এর আনন্দে নতুন করে মেতে ওঠে লা-লা-ল্যান্ড ৷ বছরের অন্যতম সেরা দুটি ছবির তারকারা ব্যস্ত সেলিব্রেশনে ৷ তাঁরই মাঝে ধন্যবাদ জ্ঞাপন করে পুরস্কার গ্রহণ করেন আডেলা রোমানস্কি, ডিডি গার্ডনার, জার্মি কেলেইনার, ব্যারি জেনকিঙ্কস এবং গোটা মুনলাইট টিম ৷
advertisement
tweet
গত বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতাতেও এরকমই বিভ্রান্তি ঘটেছিল ৷ বিজয়িনীর নাম ঘোষণা করতে গিয়ে অস্কার প্রেজেন্টার ওয়ারেন বিটির মতোই ভুল করেন স্টিভেন হার্ভে ৷
তবে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে অস্কার জয়ী পরিচালকের বয়কট হোক বা ঘোষণায় বিভ্রাট ৷ বিতর্কিত অস্কার অনুষ্ঠান হিসেবে আলাদাভাবে দাগ কেটে গেল ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অস্কার মঞ্চে বিতর্ক, সেরা ছবি ঘোষণায় ভুল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement