অস্কার মঞ্চে বিতর্ক, সেরা ছবি ঘোষণায় ভুল

Last Updated:
#লস অ্যাঞ্জলেস: অস্কারের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ৷ কয়েক সেকেন্ডের মধ্যে বদলে গেল বিজয়ীর নাম ৷ পুরস্কার ঘোষণা শেষ ৷ বিজয়ী ছবির টিমের হাতে অস্কার তুলে দেওয়ার কাজও শেষ ৷ হঠাতই ছন্দপতন ৷ জানানো হল, এতক্ষণ যা হয়েছে তা সমস্ত ভুল ৷ সেরা ছবি বিভাগে অস্কার জিতেছে অন্য কেউ ৷
নাম বিভ্রাটে এমনই ছন্দ পতন ৷ ৮৯ তম অস্কার বিতরণী মঞ্চ শেষবেলায় সাক্ষী থাকল এমনই বিভ্রাটের ৷ অ্যাকাডেমি পুরস্কার মঞ্চে সবথেকে বড় পুরস্কারটি ঘোষণার সময়ই হল গন্ডগোল ৷ প্রথমে লা লা ল্যান্ডকে সেরা ছবি হিসেবে ঘোষণা করা হয় ৷ পুরস্কার নিতে মঞ্চে উঠে আসেন ড্যামিয়েন চ্যাজেল, এমা স্টোন সহ লা লা ল্যান্ডের গোটা টিম ৷ পুরস্কার মঞ্চে সোনালি অস্কার মূর্তি হাতে নিয়ে যখন ধন্যবাদ ভাষণ পর্ব চলছে ৷ তখন হঠাতই নজরে এল ভুল ৷
advertisement
ঘোষণাপত্রে যে কার্ডটি দেখে বিজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়েছিল, সেই কার্ডটি ভুলবশত বদলে যায় ৷ পরে ত্রুটি নজরে এলে ক্ষমা চেয়ে ২০১৭-এর সেরা ছবি হিসেবে ঘোষণা করা হয় ‘মুনলাইট’-এর নাম ৷
advertisement
Photo Courtesy Getty Image এই কার্ডই বদলে দিল অস্কারের সন্ধে Photo Courtesy Getty Image
advertisement
এই কার্ডই বদলে দিল অস্কারের সন্ধে
মঞ্চের উপরে তখন এক বিচ্ছিরি পরিস্থিতি ৷ হঠাত-ই লা লা ল্যান্ডের টিমের উৎসবের সুর কেটে যায় ৷ অন্যদিকে, দর্শকাসনে মুনলাইট-এর কলাকুশলীদের উচ্ছাসে উত্তাল ডলবি থিয়েটার ৷ মুনলাইট-এর আনন্দে নতুন করে মেতে ওঠে লা-লা-ল্যান্ড ৷ বছরের অন্যতম সেরা দুটি ছবির তারকারা ব্যস্ত সেলিব্রেশনে ৷ তাঁরই মাঝে ধন্যবাদ জ্ঞাপন করে পুরস্কার গ্রহণ করেন আডেলা রোমানস্কি, ডিডি গার্ডনার, জার্মি কেলেইনার, ব্যারি জেনকিঙ্কস এবং গোটা মুনলাইট টিম ৷
advertisement
tweet
গত বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতাতেও এরকমই বিভ্রান্তি ঘটেছিল ৷ বিজয়িনীর নাম ঘোষণা করতে গিয়ে অস্কার প্রেজেন্টার ওয়ারেন বিটির মতোই ভুল করেন স্টিভেন হার্ভে ৷
তবে ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে অস্কার জয়ী পরিচালকের বয়কট হোক বা ঘোষণায় বিভ্রাট ৷ বিতর্কিত অস্কার অনুষ্ঠান হিসেবে আলাদাভাবে দাগ কেটে গেল ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অস্কার মঞ্চে বিতর্ক, সেরা ছবি ঘোষণায় ভুল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement