ছলছল করে উঠল হ্যারির চোখ, চেপে ধরলেন মেগানের হাত

Last Updated:

এরপর সন্ধেবেলা রয়েছে রিসেপশন । ফগমোর ক্যাসেলে ছোট ছেলের জন্য নৈশভোজের আয়োজন করেছে যুবরাজ চার্লস ।

#লন্ডন: রাজবাড়ির প্রথা মেনেই হয়ে গেল ছোট রাজকুমারের বিয়ে । নির্ধারিত সময় অনুযায়ী সেন্ট জর্জ চ্যাপেলে বিয়ের শপথবাক্য পাঠ করলেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল ।
venue
এদিন ব্রিটেনের স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ পরিণয়সূত্রে আবদ্ধ হন হ্যারি ও মেগান । অসুস্থতার কারণে মেগানের বাবা আসতে পারেননি, তাই হবু পুত্রবধূকে হাত ধরে বিয়ের মঞ্চে নিয়ে আসেন যুবরাজ চার্লস নিজেই । শপথবাক্য পাঠের সময় ছলছল করে ওঠে হ্যারির চোখ, শক্ত করে চেপে ধরেন মেগানের হাত ।
advertisement
advertisement
Image Courtesy: Twitter. Image Courtesy: Twitter.
বিয়ের পর লং ওয়াক, ফার্স্ট কিস সবই হয় রূপকথার গল্পের মতোই । উইনসর ক্যাসেলে দুপুর দেড়টা নাগাদ লাঞ্চে নিমন্ত্রিত ছিলেন ৬০০ অতিথি । ভোজসভার আয়োজন করেছিলেন স্বয়ং রানি এলিজাবেথ ।
Image Courtesy: Twitter. Image Courtesy: Twitter.
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছলছল করে উঠল হ্যারির চোখ, চেপে ধরলেন মেগানের হাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement