গোল করে এবং করিয়ে মেসিকে টেক্কা নেইমারের

Last Updated:

ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপারক্লাসিকোর মাঝেই দুই তারকার ছায়াযুদ্ধ। বেলো হরাইজন্তের ডুয়ালে বার্সার দুই সতীর্থ।

#বেলো হরাইজন্তে: ব্রাজিল বনাম আর্জেন্টিনার সুপারক্লাসিকোর মাঝেই দুই তারকার ছায়াযুদ্ধ। বেলো হরাইজন্তের ডুয়ালে বার্সার দুই সতীর্থ। মাঠের লড়াইয়ে শেষপর্যন্ত মেসিকে টেক্কা দিতে সফল নেইমার দ্য সিলভা।
জ্বলে ওঠার প্ল্যাটফর্ম খোঁজেন চ্যাম্পিয়নরা। চোট থেকে ফিরে এসে এমন আসরের অপেক্ষায় ছিলেন এলএম টেনও। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের পয়েন্ট টেবিলে দল গড়াগড়ি খাচ্ছে ছয় নম্বরে। ২০১৮-র রাশিয়া বিশ্বকাপের টিকিটও ক্রমশ ফিকে হচ্ছে। এমন পরিস্থিতিতেও শুক্রবার বেলো হরাইজন্তেতে মিইয়ে থাকলেন লিওনেল মেসি। শুধুই কি এলএম টেন? দি মারিয়া, হিগুয়েনের মতো তারকারাও যে গুটিয়ে থাকলেন ৯০ মিনিট। কারণটা কি ? তিতের জোনাল মার্কিং স্ট্র্যাটেজি, মিরান্ডা, ফার্নান্দিনহোদের রাফ অ্যান্ড টাফ ফুটবল, শরীরের ভিতর ঢুকে গিয়ে স্বভাববিরুদ্ধ লাতিন আমেরিকান ফুটবল যদি ফ্যাক্টর হয়। তবে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের ভরা ক্রীড়াসূচিকেও হিসেবের বাইরে ফেলা যাবে না।
advertisement
অন্যদিকে মেসির ছায়া থেকে বেরিয়ে আসতে সুপারক্লাসিকোকে যেন পাখির চোখ করেছিল ব্রাজিলের ওয়ান্ডারকিড। ম্যাচের শুরু থেকেই উইং ধরে ছটফটানি। জাবালেতা, ওটামেন্ডির ট্যাকেলে থমকে যাননি সেলেকাও জার্সিতে পঞ্চাশ গোল করা এই তারকা। সাম্বা তারকার কাজটা সহজ করে দিয়েছেন মার্সেলো, কুটিনহো, রেনাতোরা। ম্যাচে একটা গোল করে এবং একটা করিয়ে তাই বার্সার সতীর্থকে হেলায় টেক্কা দিয়েছেন নেইমার দ্য সিলভা।
advertisement
advertisement
বেলো হরাইজন্তের সুপার ক্লাসিকোর ৯০ মিনিট শেষে দুই তারকার স্কোরলাইনে তাই নেইমার ২। মেসি ০।
বাংলা খবর/ খবর/বিদেশ/
গোল করে এবং করিয়ে মেসিকে টেক্কা নেইমারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement