চালু হল বিমান পরিষেবা, সেনার হাতে দায়িত্ব যেতেই স্বাভাবিক হচ্ছে নেপাল?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল এভারেস্টের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
কাঠমান্ডু: মঙ্গলবার জনতার বিক্ষোভে উত্তাল হয়েছিল এভারেস্টের দেশ নেপাল। আর সেই বিক্ষোভের মুখে মাথা নত করে পদত্যাগ করেছেন সে দেশের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।
সোশ্যাল মিডিয়া ব্যান ঘিরে ১৯ জনের মৃত্যু পর কিছুটা হলেও শান্ত হয়েছে। এরপর থেকেই বন্ধ রাখা হয়েছিল নেপালের ত্রিভুবন বিমানবন্দর। মঙ্গলবার রাত দশটা থেকে দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখতে পথে নামে সেনা। বিমানবন্দরের দখল নিয়েছিল সেনাবাহিনী। বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল বুধবার বিমান চলাচল স্বাভাবিক হয়েছে বলে সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর।
advertisement
Kathmandu airport will reopen from today: Nepal Civil Aviation Authority
“We hereby inform that the flights suspended due to adverse circumstances would now be lifted, which has been made in accordance with the decision of the Tribhuvan International Airport Security Committee… pic.twitter.com/JdIWnj3ibF
— ANI (@ANI) September 10, 2025
advertisement
advertisement
এই প্রসঙ্গে, নেপালের অসামরিক বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “অস্বাভাবিক পরিস্থিতির জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। কিন্তু, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। যে সকল যাত্রীরা ত্রিভুবন বিমানবন্দরে আটকে রয়েছেন তারা নির্দিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করুন। নেপালে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।”
advertisement
এর আগে বেশ কিছু বিমান স্থগিত রাখা হয়েছিল। বন্ধ রাখা হয়েছিল বেশ কিছু রুটের বিমান চলাচল। সেনা শান্তিরক্ষার দায়িত্ব নেওয়ার পর থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। তবুও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 10, 2025 5:09 PM IST