বিতর্কিত মানচিত্র সংসদে পাশ করানোর উদ্যোগ নেপালের, ভারতের তিনটি এলাকাকে নিজেদের বলে দাবি

Last Updated:

নেপালে কোনও বিল পাশ করার জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন৷ যেহেতু বিরোধীরাও এই বিলকে সমর্থন করছে, তাই সহজেই তা পাশ করিয়ে নিতে পারবে নেপাল সরকার৷

#কাঠমাণ্ডু: ভারতের তিনটি এলাকাকে নিজেদের মানচিত্রে ঢুকিয়ে দিয়ে বিতর্কে জড়িয়েছিল নেপাল৷ এবার সেই বিতর্কিত মানচিত্রকেই নিজেদের সংসদে পাশ করিয়ে নিতে উদ্যোগী হলো নেপালের বাম শরিকদের জোট সরকার৷ রবিবারই সরকারের তরফে সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে৷ এই বিলকে বিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই, ভারতের সমর্থক বলে পরিচিত নেপাল কংগ্রেসও সমর্থন করেছে৷
নেপালে কোনও বিল পাশ করার জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন৷ যেহেতু বিরোধীরাও এই বিলকে সমর্থন করছে, তাই সহজেই তা পাশ করিয়ে নিতে পারবে নেপাল সরকার৷ এর ফলে নেপালের নতুন মানচিত্র পাশ হয়ে যাবে সেদেশের সংসদে৷ যে মানচিত্রে ভারতের তিনটি এলাকা কালাপানি, লিপুলেখ এবং লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে৷
ভারতের বিদেশ মন্ত্রকের অন্যতম শীর্ষ কর্তা অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, 'কৃত্রিমভাবে নিজেদের এলাকা বিস্তার করার এই অপচেষ্টাকে ভারত কোনওদিন স্বীকার করেনি৷ এই বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে নেপাল ওয়াকিবহল৷ মানচিত্রে এই ধরনের অনুচিত অদল বদল যাতে না করা হয় এবং ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে সম্মান জানানোর জন্য আমরা নেপালের কাছে অনুরোধ করছি৷'
advertisement
advertisement
এর আগে শনিবার বিষয়টি নিয়ে নেপালি কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠকে আলোচনা হয়৷ তার পরই সংবিধান সংশোধনীকে সমর্থন করার সিদ্ধান্ত নেয় তারা৷ জানা গিয়েছে, নেপালের সংবিধানের ৯(২) নম্বর অনুচ্ছেদের অন্তর্গত তৃতীয় অনুসূচিতে থাকা রাজনৈতিক মানচিত্রের সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে৷
ভারত এবং নেপাল সীমান্তে উত্তরাখণ্ডের লিপুলেখ পাস পর্যন্ত আশি কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরি করেছে ভারত৷ এই রাস্তা নিয়েই নেপালের আপত্তি৷ এই এলাকাটিকে ভারত নিজের বলে দাবি করলেও একই দাবি করে নেপাল৷ এই রাস্তাটি তৈরি হয়ে গেলে মানস সরোবরের তীর্থযাত্রীদের খারাপ রাস্তার বদলে ৮০ কিলোমিটার দীর্ঘ এই মসৃণ রাস্তা ব্যবহারের সুযোগ মিলবে৷ এই রাস্তা ধরেই একেবারেই চিন সীমান্ত পর্যন্ত গাড়ি নিয়ে চলে যাওয়া সম্ভব হবে৷ এই রাস্তাটি ঘাটিয়াবাগড় থেকে শুরু করে লিপুলেখ পাসে গিয়ে শেষ হয়৷ সেখানে রয়েছে কৈলাশ মানস সরোবরের প্রবেশদ্বার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিতর্কিত মানচিত্র সংসদে পাশ করানোর উদ্যোগ নেপালের, ভারতের তিনটি এলাকাকে নিজেদের বলে দাবি
Next Article
advertisement
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
  • নেতাজি ইন্ডোরে সভায় মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন

  • ভোটার তালিকা সংশোধনে অস্পষ্টতা, ৫৮ লক্ষ নাম বাদ পড়া ও আরও দেড় কোটি বাদ দেওয়ার অভিযোগ তোলেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা ও সতর্ক বার্তা দেন মমতা

VIEW MORE
advertisement
advertisement