Purulia News: আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, সপ্তাহ জুড়ে দুর্ভোগ যাত্রীদের! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন

Last Updated:

রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে। 

আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন
আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন
পুরুলিয়া, শান্তনু দাস: দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে আগামী এক সপ্তাহ ধরে চলবে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজ। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, আবার কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলবে। রেলের তরফ থেকে জানান হয়েছে আজ ২২ ডিসেম্বর সোমবার থেকে আগামী ২৮ ডিসেম্বর রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ রাখা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগের সম্মুখীন হতে চলেছেন রেল যাত্রীরা।
আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন, “রক্ষণাবেক্ষণ ও অন্য প্রযুক্তিগত কাজের জন্য ৪টি ট্রেন সম্পূর্ণভাবে বাতিল এবং কিছু ট্রেন আংশিকভাবে সংক্ষিপ্তকরণ করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার।  আগামী ২৮ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার। আগামী ২৩ ও ২৭ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার। আজ ২২ ডিসেম্বর ও আগামী ২৫ ও ২৮ ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
advertisement
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৩ ডিসেম্বর টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। আদ্রা-আসানসোল-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের।  ২২ ও ২৫ ডিসেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের গোমো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। গোমো-হাঁটিয়া-গোমো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
advertisement
যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের।  ২২ ডিসেম্বর ও আগামী ২৫ ডিসেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের বোকারো রেল স্টেশনে যাত্রা সমাপ্ত ও সূচনা হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকসেনে পরিষেবা বাতিল থাকবে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের। আগামী ২৮ ডিসেম্বর আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের আদ্রা রেল স্টেশনে যাত্রা সমাপ্তি ও সূচনা হবে। আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকসেনে পরিষেবা বাতিল থাকবে।
advertisement
বিলম্বে যাত্রাপথ। আগামী ২৪ ও ২৮ ডিসেম্বর বিলম্বে যাত্রাপথ করবে হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস। হাঁটিয়া থেকে ২ ঘন্টা বিলম্বে ছাড়বে। আগামী ২৮ ডিসেম্বর বিলম্বে যাত্রাপথ করবে বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট বিলম্বে ছাড়বে। রেলের এই সিদ্ধান্তে দৈনন্দিন যাত্রীরা চরম দুর্ভোগের মুখে পড়ছেন। আদ্রা ডিভিশনের রেলপথে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর জন্য এই সাপ্তাহিক পরিবর্তন বড়সড় সমস্যা তৈরি করতে চলেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: আদ্রা ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন, সপ্তাহ জুড়ে দুর্ভোগ যাত্রীদের! বেড়াতে যাওয়ার আগে জেনে নিন
Next Article
advertisement
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
'বার বার কেন মাইক বিভ্রাট, অন্তর্ঘাত নয় তো?' নেতাজি ইন্ডোরে বক্তব্য থামালেন ক্ষুব্ধ মমতা
  • নেতাজি ইন্ডোরে সভায় মাইক বিভ্রাটে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেন

  • ভোটার তালিকা সংশোধনে অস্পষ্টতা, ৫৮ লক্ষ নাম বাদ পড়া ও আরও দেড় কোটি বাদ দেওয়ার অভিযোগ তোলেন

  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তীব্র সমালোচনা ও সতর্ক বার্তা দেন মমতা

VIEW MORE
advertisement
advertisement