Nepal Earthquake: আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর দেহ! নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৫৪
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Nepal Earthquake: নেপালের পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
কাঠমাণ্ডু: নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্য ১৫৪। আহত হয়েছেন ১৪০ জন। তবে এখনও অনেকের খোঁজ মিলছে না। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে অনেকে সেখানে চাপা পড়ে আছেন। নেপালের পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযানে নেমেছে। ভূমিকম্পে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহল ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেছেন। বলা হচ্ছে, নেপালে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে জাজারকোট ও রুকুম জেলায়। জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মতে ৬.৪ মাত্রার ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক হয়েছে। প্রত্যেকটি আফটারশকেই তীব্র কম্পণ অনুভব করা গেছিল। ৪.৫ মাত্রার বেশ কয়েকটি অফটারশকে কেঁপেছে নেপালের একাধিক রাজ্য। বিষয়টি এমন জায়গায় যায় যে ভয়ে রাতে অনেকে বাড়ির মধ্যেই যায়নি।
advertisement
advertisement
জানা গিয়েছে, নেপালের বিভিন্ন জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। নেপালের প্রধানমন্ত্রী নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সড়ক অবরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত সেতুর কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা এতো ছিল যে দিল্লি, কলকাতা-সহ ভারতের একাধিক এলাকায় কম্পণ অনুভূত হয়। নয়ডার প্রচুর বাসিন্দা তো ভয়ে বাড়ি থেকে বেরিয়েও পড়েন। অনেকেই বিভিন্ন ভিডিও শেয়ার করেন।
advertisement
প্রসঙ্গত, নেপাল ভূ-কম্পণ প্রবলিত এলাকায়। মাঝে মধ্যেই ভূমিকম্পের খবর আসে এই পার্বত্য দেশটি থেকে। ২০১৫ সালে নেপালে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়। এর পরে একের পর এক আফটারশকের কারণে প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছিল নেপালে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 4:01 PM IST