পাত্রী তাঁরই প্রাক্তন স্ত্রী, ৮৮ তম বিয়ের পথে ইন্দোনেশিয়ার ৬১ বছর বয়সি প্রৌঢ়

Last Updated:

Indonesian Play Boy : ৮৮ টি দাম্পত্য থেকে কতগুলি সন্তান রয়েছে কৃষক কানের, অবশ্য স্পষ্ট করে জানা যায়নি

কেউ কেউ একটা বিয়ে নিয়েই নাজেহাল হয়ে যান৷ তাঁদের বিপরীত মেরুতে দাঁড়িয়ে কেউ আবার ৮৮ তম বিয়ে করেন৷ সেই কীর্তিতেই নজির তৈরি করলেন ইন্দোনেশিয়ার এক প্রৌঢ়৷ ৬১ বছর বয়সি ওই প্রৌঢ়ের নাম কান৷ জানা গিয়েছে তিনি এ বার বিয়ে করবেন তাঁরই এক প্রাক্তন স্ত্রীকে৷ সেই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘মালয় মেইল’-এ৷
এ বারের পাত্রী ছিলেন তাঁর ৮৬ তম স্ত্রী৷ যদিও সেই বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র এক মাস৷ তবে কানের দাবি, তাঁদের মধ্যে ভালবাসা কোনওদিন ম্লান হয়নি৷ আর তাছাড়া তাঁর কাছে ফিরতে ইচ্ছুক এমন কোনও নারীকে তিনি প্রত্যাখ্যান করতে পারবেন না, দাবি কানের৷ সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য, ‘‘যদিও আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন রয়েছি বহু দিন৷ তবে আমাদের মধ্যে ভালবাসা এখনও মজবুত৷ ’’ প্রাক্তন থেকে হবু স্ত্রীয়ের ভূমিকায় পা রাখা সেই যুবতীও তাঁর প্রেমে পাগল, দাবি প্রৌঢ়ের৷
advertisement
৮৮ টি দাম্পত্য থেকে কতগুলি সন্তান রয়েছে কৃষক কানের, অবশ্য স্পষ্ট করে জানা যায়নি৷ তাঁর বিবাহ অভিযান অবশ্য শুরু হয়েছিল ১৪ বছর বয়সে৷ বিয়ে করেছিলেন ১৬ বছরের কিশোরীকে৷ সেই বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র দু’ বছর৷ তাঁর খারাপ আচরণের জন্যই ভেঙে গিয়েছিল সেই বিয়ে৷ দাবি কানের৷ কিন্তু কী সেই আচরণ, জানাননি৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল
কিন্তু সেই প্রথম লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত নাকি বার বার মহিলারা তাঁকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন৷ কারণ তিনি কোনওদিন কোনও মহিলাকে আঘাত করতে চাননি৷ তাঁদের আবেগ নিয়েও খেলা করেননি৷ তিনি জানিয়েছেন, ‘‘আমি এমন কিছু করতে চাই না যা মহিলাদের জন্য ঠিক নয়৷ মেয়েদের মনের অনুভূতি নিয়েও কোনওদিন ছিনিমিনি খেলিনি৷ বিবাহিক সম্পর্কে থাকাকালীন পরকীয়া বা অন্য প্রেমের সম্পর্কেও তাঁর আপত্তি৷
advertisement
তাই কাউকে ভাল লাগলে বিয়ে করে নেওয়াতেই তাঁর মত৷ বলেছেন ‘‘বিবাহিত অবস্থায় অন্য সম্পর্কে লিপ্ত হওয়ার তুলনায় আবার বিয়ে করে নেওয়া অনেক ভাল৷’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাত্রী তাঁরই প্রাক্তন স্ত্রী, ৮৮ তম বিয়ের পথে ইন্দোনেশিয়ার ৬১ বছর বয়সি প্রৌঢ়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement