পাত্রী তাঁরই প্রাক্তন স্ত্রী, ৮৮ তম বিয়ের পথে ইন্দোনেশিয়ার ৬১ বছর বয়সি প্রৌঢ়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Indonesian Play Boy : ৮৮ টি দাম্পত্য থেকে কতগুলি সন্তান রয়েছে কৃষক কানের, অবশ্য স্পষ্ট করে জানা যায়নি
কেউ কেউ একটা বিয়ে নিয়েই নাজেহাল হয়ে যান৷ তাঁদের বিপরীত মেরুতে দাঁড়িয়ে কেউ আবার ৮৮ তম বিয়ে করেন৷ সেই কীর্তিতেই নজির তৈরি করলেন ইন্দোনেশিয়ার এক প্রৌঢ়৷ ৬১ বছর বয়সি ওই প্রৌঢ়ের নাম কান৷ জানা গিয়েছে তিনি এ বার বিয়ে করবেন তাঁরই এক প্রাক্তন স্ত্রীকে৷ সেই মর্মে প্রতিবেদন প্রকাশিত হয়েছে ‘মালয় মেইল’-এ৷
এ বারের পাত্রী ছিলেন তাঁর ৮৬ তম স্ত্রী৷ যদিও সেই বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র এক মাস৷ তবে কানের দাবি, তাঁদের মধ্যে ভালবাসা কোনওদিন ম্লান হয়নি৷ আর তাছাড়া তাঁর কাছে ফিরতে ইচ্ছুক এমন কোনও নারীকে তিনি প্রত্যাখ্যান করতে পারবেন না, দাবি কানের৷ সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য, ‘‘যদিও আমরা একে অন্যের থেকে বিচ্ছিন্ন রয়েছি বহু দিন৷ তবে আমাদের মধ্যে ভালবাসা এখনও মজবুত৷ ’’ প্রাক্তন থেকে হবু স্ত্রীয়ের ভূমিকায় পা রাখা সেই যুবতীও তাঁর প্রেমে পাগল, দাবি প্রৌঢ়ের৷
advertisement
৮৮ টি দাম্পত্য থেকে কতগুলি সন্তান রয়েছে কৃষক কানের, অবশ্য স্পষ্ট করে জানা যায়নি৷ তাঁর বিবাহ অভিযান অবশ্য শুরু হয়েছিল ১৪ বছর বয়সে৷ বিয়ে করেছিলেন ১৬ বছরের কিশোরীকে৷ সেই বিয়ে স্থায়ী হয়েছিল মাত্র দু’ বছর৷ তাঁর খারাপ আচরণের জন্যই ভেঙে গিয়েছিল সেই বিয়ে৷ দাবি কানের৷ কিন্তু কী সেই আচরণ, জানাননি৷
advertisement
advertisement
আরও পড়ুন : ৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল
কিন্তু সেই প্রথম লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত নাকি বার বার মহিলারা তাঁকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন৷ কারণ তিনি কোনওদিন কোনও মহিলাকে আঘাত করতে চাননি৷ তাঁদের আবেগ নিয়েও খেলা করেননি৷ তিনি জানিয়েছেন, ‘‘আমি এমন কিছু করতে চাই না যা মহিলাদের জন্য ঠিক নয়৷ মেয়েদের মনের অনুভূতি নিয়েও কোনওদিন ছিনিমিনি খেলিনি৷ বিবাহিক সম্পর্কে থাকাকালীন পরকীয়া বা অন্য প্রেমের সম্পর্কেও তাঁর আপত্তি৷
advertisement
তাই কাউকে ভাল লাগলে বিয়ে করে নেওয়াতেই তাঁর মত৷ বলেছেন ‘‘বিবাহিত অবস্থায় অন্য সম্পর্কে লিপ্ত হওয়ার তুলনায় আবার বিয়ে করে নেওয়া অনেক ভাল৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 10:04 AM IST