৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল

Last Updated:

Shahrukh Khan birthday: সবথেকে বেশি নজর কেড়েছে একটি ভিডিও৷ সেখানে নায়ক পা মিলিয়েছেন তাঁর এক ও অদ্বিতীয় ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ গানের সঙ্গে

৫৭ তেও তিনি চিরতরুণ
৫৭ তেও তিনি চিরতরুণ
মুম্বই : জন্মদিন আসে, জন্মদিন যায়৷ শাহরুখ খান থেকে যান তারুণ্যের প্রতীক হয়েই৷ সদ্য চলে যাওয়া আরও একটি ২ নভেম্বর সে কথা মনে করিয়ে দিল৷ সারা বিশ্বের কিং-অনুরাগী এদিন মেতে ওঠেন তারুণ্যের উদযাপনে৷ বুধবার, নিজের ৫৭ তম জন্মদিন উদযাপনে শাহরুখ যোগ দেন মুম্বইয়ের ‘এসআরকে ডে’ ইভেন্টে৷ অনুষ্ঠানের নানা ঝলক এখন ভাইরাল ভিডিওবন্দি হয়ে৷ তার মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে একটি ভিডিও৷ সেখানে নায়ক পা মিলিয়েছেন তাঁর এক ও অদ্বিতীয় ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ গানের সঙ্গে৷
সাদা পোশাকের সঙ্গে শাহরুখের পরনে ছিল কালো জ্যাকেট৷ জ্যাকেটের গায়ে লেখা ‘পঠান’৷ পোশাকের সেই যুগলবন্দিতেই আলো আঁধারিতে জমকালো মঞ্চ কাঁপালেন বলিউডের বাদশা৷ মঞ্চ ঘিরে আবহে তখন শুধুই তাঁর ভক্ত অনুরাগীদের সমস্বরে চিৎকার৷ আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে তিন স্তরীয় কেক কাটছেন শাহরুখ৷ কেকের প্রতি স্তরে লেখা "S, R and K"৷ ভিডিওতে তাঁর পাশে দেখা গিয়েছে ম্যানেজার পূজা দাদলানীকেও৷ পাশাপাশি ছিল অনুরাগীদের সঙ্গে কথা বলা ও দেদার নিজস্বী৷
advertisement
advertisement
আরও পড়ুন :  নাসায় শ্যুটিং, প্যারিসে মূর্তি! আরও কত কী আছে শাহরুখের জীবন জুড়ে
এর আগে মঙ্গলবার ও বুধবারের সন্ধিক্ষণে রাত বারোটার সময় শাহরুখ তাঁর বাসভবন ‘মন্নত’-এর ব্যালকনিতে দেখা দেন অনুরাগীদের৷ ভক্তদের উদ্দেশে তিনি হাতও নাড়েন সেখান থেকে৷ ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি শেয়ার করেছেন কিং খান৷ সেখানে তিনি ভক্তদের জন্য পোজ দিয়েছেন ক্যামেরার সামনে৷ সঙ্গে লিখেছেন, ‘‘সমুদ্রের সামনে বেঁচে থাকা বড় আনন্দের৷ এই সমুদ্র ভালবাসার, যা আমার জন্মদিনে ছড়িয়ে থাকে চার দিকে৷ সকলকে ধন্যবাদ৷ আমাকে এই বিশেষ অনুভূতির শরিক করে এত আনন্দ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ৷’’
advertisement
advertisement
আরও পড়ুন :  শাহরুখ খানের সব থেকে বড় ফ্যান! বাথরুম থেকে ঠাকুরঘর কিং খানের ছবি, বাদশার পাগল ভক্ত ভাইরাল
দীপিকা পাড়ুকোন এবং জম আব্রাহামের সঙ্গে শাহরুখকে আবার দেখা যাবে ‘পঠান’ ছবিতে৷ মুক্তি পাবে আগামী বছর ২৫ জানুয়ারি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৫৭ তেও তিনি চিরতরুণ, জন্মদিনে শাহরুখের ‘চল ছৈয়াঁ ছৈয়াঁ’ নাচ ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement