গুরুতর অসুস্থ নওয়াজ শরিফ, ভর্তি করা হল হাসপাতালে
Last Updated:
গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অসুস্থ ৷ দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।
#ইসলামাবাদ: গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অসুস্থ ৷ দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। এর জেরে আপাতত তার ঠিকানা আদিয়ালা জেল ৷ কার্ডিয়াক সমস্যার জেরে রবিবার তাকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদের পাকিস্তন ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের স্থানান্তরিত করা হয়েছে ৷
অসুস্থ বোধ করায় জেলে চিকিৎসক তাকে পরীক্ষা করে জানান যে রক্ত জমাট ধরা পড়েছে ৷ তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেওয়া হয় ৷ এরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ হাসপাতালে নওয়াজ শরিফ পৌঁছলে তার ভক্তরা বাইরে ভিড় জমায় এবং স্লোগান দিতে শুরু করেন ৷ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়ন করা হয়েছে ৷
advertisement
advertisement
সূত্রের খবর, শরিফের সুগার লেভেল অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এবং প্রচন্ড মানসিক চাপে তিনি ভুগছেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 30, 2018 8:48 AM IST