মেয়েকে নিয়ে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ, রয়েছে গ্রেফতারির সম্ভাবনা
Last Updated:
শুক্রবার পাকিস্তানে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ সঙ্গে ফিরছেন শরিফকন্যা মরিয়মও ৷
#ইসলামাবাদ: শুক্রবার পাকিস্তানে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ সঙ্গে ফিরছেন শরিফকন্যা মরিয়মও ৷ দুর্নীতি মামলায় নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। আজ দেশে ফিরলেই গ্রেফতারের সম্ভাবনা রয়েছে ৷ লন্ডন থেকে পাকিস্তানে ফিরছেন তাঁরা ৷
নিরাপত্তার কারণে ১০ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়ন করা হয়েছে লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনাকে কেন্দ্র করে নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে । ফ্ল্যাটগুলো কেনার অর্থের বৈধ আয় হিসেবে দেখাতে পারেননি তিনি ।
advertisement
advertisement
এর আগে ২০১৫ সালে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসে নওয়াজের। সেই সময় প্রকাশ্যে আসে যে বেশ কয়েকটি অফশোর কোম্পানিকে ব্যবহার করে বিদেশে অর্থ পাচার করতেন তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2018 11:00 AM IST