Glacier On Pluto: চির তুষারাবৃত বামনগ্রহ Pluto-র বুকে হৃদয় আঁকল কে! নাসা-র রহস্যময় ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Glacier On Pluto: মহাকাশ গবেষণার ইতিহাসে নিউ হরাইজন্স-ই প্রথম যে প্লুটো এবং তার চাঁদের পার্শ্ববর্তী অংশ দিয়ে উড়ে গিয়েছে

এ বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল প্লুটোর বুকে হৃদয়াকৃতি হিমবাহের ছবি৷
এ বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল প্লুটোর বুকে হৃদয়াকৃতি হিমবাহের ছবি৷
রহস্যময় অনন্ত মহাবিশ্বের ছবি অবিরত পোস্ট করতে থাকে নাসা৷ মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র এ বার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল প্লুটোর বুকে হৃদয়াকৃতি হিমবাহের ছবি৷ নিউ হরাইজন্স মহাকাশযানের তোলা এই ছবিটি নাসা ইনস্টাগ্রামে পোস্ট করেছে রবিবার৷ প্লুটোতে এই হিমবাহ অঞ্চল বিজ্ঞানী মহলে পরিচিত টোম্বাঘ রেজিও নামে৷ নাইট্রোজেন এবং মিথেনের সংমিশ্রণে তৈরি বরফেই আবৃত এই অঞ্চল৷ ছবির সঙ্গে নাসা ক্যাপশনে লিখেছে ‘‘আমাদের নতুন হরাইজন্স মহাকাশযান এই হৃদয় আকৃতি হিমবাহের ছবি তুলেছে৷ এই হিমবাহ ছাড়াও প্লুটোতে আছে পর্বত, পাহাড়ে খাড়াই ঢাল, উপত্যকা বরফের ফাটল এবং সমভূমি৷ মনে করা হচ্ছে এই হিমবাহ তৈরি হয়েছে মিথেন ও নাইট্রোজেন বরফে৷’’
২০০৬ সালের জানুয়ারি মাসে লঞ্চ করা হয় নিউ হরাইজন্স-কে৷ এর পর ২০১৫ সালের জুলাই মাসে এটি পৌঁছয় প্লুটোর কাছে৷ মহাকাশ গবেষণার ইতিহাসে নিউ হরাইজন্স-ই প্রথম যে প্লুটো এবং তার চাঁদের পার্শ্ববর্তী অংশ দিয়ে উড়ে গিয়েছে৷ নিউ হরাইজন্সের পাঠানো প্লুটোর হৃদয়-হিমবাহের ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছে মন্তব্যের স্রোতে৷ অজস্রবার শেয়ার করা হয়েছে ছবিটি৷
advertisement

View this post on Instagram

A post shared by NASA (@nasa)

advertisement
advertisement
প্রসঙ্গত সৌর মণ্ডলে প্লুটোকে আগে নবম গ্রহ বলে ধরা হত৷ ২০০৬ সালে গ্রহের তকমা হারায় প্লুটো৷ পরিবর্তে তার নতুন পরিচয় হয় ‘বামন গ্রহ’৷ দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা The International Astronomical Union (IAU) প্লুটোর পরিচয় খর্ব করে৷ সংস্থার মতে, আদর্শ গ্রহ হওয়ার জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য নেই প্লুটোর৷
advertisement
বর্তমানে প্লুটো মাত্র ১৪০০ মাইল বা ২২৫০ কিমি চওড়া৷ যা প্রস্থের পরিমাপের দিক দিয়ে আমেরিকা মহাদেশের তুলনায় অর্ধেক৷ প্লুটোতে গড় তাপমাত্রা -৩৮৭ ফারেনহাইট বা -২৩২ সেলসিয়াস৷ প্লুটোর ভূভাগ আবৃত মিথেন ও নাইট্রোজেনের তৈরি তুষারে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Glacier On Pluto: চির তুষারাবৃত বামনগ্রহ Pluto-র বুকে হৃদয় আঁকল কে! নাসা-র রহস্যময় ছবি ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement