America B 2 Bomber Mystery in Iran: ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করতে গিয়ে বড় ধাক্কা আমেরিকার, নিখোঁজ বোমারু বিমান? ঘনাচ্ছে রহস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ২১ জুন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে প্রবল শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা ফেলার জন্য একঝাঁক বি টু স্টেলথ বোমারু বিমান আমেরিকার মিসোরি বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশে উড়েছিল৷
ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার পর রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেল আমেরিকার বোমারু বি টু স্টেলথ বিমান৷৷ সূত্রের খবর, ইরানে হামলা চালানোর পর থেকেই নিখোঁজ হয়ে গিয়েছে মার্কিন এই বিমানটি৷ মার্কিন বায়ুসেনার নির্দিষ্ট ঘাঁটিতেও সেটি ফিরে আসেনি এই দানব বিমান৷ ফলে ইরানে হামলা চালানোর পর বিমানটির কী পরিণতি হয়েছে, তা নিয়েই তুমুল জল্পনা ছড়িয়েছে৷
গত ২১ জুন ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে প্রবল শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমা ফেলার জন্য একঝাঁক বি টু স্টেলথ বোমারু বিমান আমেরিকার মিসোরি বায়ুসেনা ঘাঁটি থেকে আকাশে উড়েছিল৷ এর মধ্যে কয়েকটি বিমান ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে যায়৷ বাকি সাতটি বি টু স্টেলথ বিমান উড়ে যায় তেহরানের দিকে৷ তাদের মূল উদ্দেশ্যই ছিল ইরানের ফোরডো এবং নাতানজে মাটির নীচে থাকা পরমাণু কেন্দ্রের পরিকাঠামোকে ধ্বংস করা৷
advertisement
B2 Stealth bomber sitting alone and guarded in Honolulu International. Just captured this on the taxi out. No reports online of a B2 here. This is the closest I’ve been to one. @grok says: There are no reports of a B-2 stealth bomber currently stationed or “sitting” at Daniel… pic.twitter.com/jlPl3MwiNd
— David Martin (@Sir_DavidMartin) June 24, 2025
advertisement
advertisement
এই অভিযানে গিয়ে টানা ৩৭ ঘণ্টা ধরে উড়ানের পর ওই সাতটি বিমানই নিজেদের ঘাঁটিতে ফিরে আসে৷ কিন্তু ইরানকে বোকা বানাতে প্রশান্ত মহাসাগরের দিকে উড়ে যাওয়া বি টু স্টেলথ বিমানের দলটিকে নিয়ে ধোঁয়াশা ছড়ায়৷ জানা গিয়েছে, ওই দলে থাকা অন্তত একট বোমারু বিমান হাওয়াই দ্বীপপুঞ্জের ড্যানিয়েল কে ইনওউয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে৷ এই বিমানবন্দরটি আবার হনোলুলুর হিকাম বায়ুসেনা ঘাঁটিকে নিজেদের রানওয়ে ব্যবহার করতে দেয়৷
advertisement
ফলে ওই বিমানবন্দরে কেন আমেরিকার বোমারু বিমানটি অবতরণ করল, বিমানটির আদৌ কোনও ক্ষতি হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ বিশ্বে একমাত্র আমেরিকার হাতেই এই ধরনের বি টু স্টেলথ বোমারু বিমান রয়েছে৷ হাওয়াইয়ের ওই বিমানবন্দরে দৈত্যাকার মার্কিন বিমানটির দাঁড়িয়ে থাকার একটি ভিডিও-ও ইতিমধ্যে ভাইরাল হয়েছে৷ কবে বিমানটি আমেরিকায় ফিরবে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে৷ এ নিয়ে মার্কিন বায়ুসেনার পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি, ফলে রহস্য আরও ঘনীভূত হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 8:11 PM IST