Mysterious object in Kenya village: ওজন প্রায় ৫০০ কেজি, গা গরম! কেনিয়ার গ্রামে মহাকাশ থেকে লাল রংয়ের এ কী এসে পড়ল?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
উদ্ধার হওয়া ওই বস্তুটি আসলে কী, তা জানতে তদন্ত চালাচ্ছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷
নাইরোবি: লাল রংয়ের গোলাকার গরম ধাতব বস্তু৷ মহাকাশ থেকে এমনই এক রহস্যময় জিনিসকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কেনিয়ার মুকুকু গ্রামে৷ মনে করা হচ্ছে, মহাকাশ থেকেই ওই রহস্যময় বস্তুটি এসে পড়েছে৷ ওই ধাতব বস্তু উদ্ধার হওয়ার খবর পেয়েই তদন্তের নির্দেশ দিয়েছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷ যে এলাকায় ওই ধাতব বস্তু এবং তার ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে, সেটি ঘিরেও রাখা হয়েছে৷
কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ২.৫ মিটার ব্যাসের প্রায় ৫০০ কেজি ওজনের এই ধাতব বস্তুটি মহাকাশ থেকে পড়া কোনও কিছুর অংশ বলেই মনে করা হচ্ছে৷ প্রাথমিক অনুসন্ধানে মনে হচ্ছে, এটি কোনও লঞ্চ ভেহিকেলের সেপারেশন রিং৷
advertisement
advertisement
তবে উদ্ধার হওয়া ওই বস্তুটি আসলে কী, তা জানতে তদন্ত চালাচ্ছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷ সাধারণ মহাকাশ থেকে ফেরার সময় পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার পর রকেটের ধ্বংসাবশেষ অনেক সময় পুড়ে সমুদ্র অথবা জনবসতিহীন এলাকায় পড়ে৷ এটিও সেরকম কিছু কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
স্থানীয় এমবুনি কাউন্টির পুলিশের কম্যান্ডার জুলিয়াস রটিচ জানিয়েছেন, অফিসাররা যখন ঘটনাস্থলে পৌঁছন তখনও ওই রহস্যময় বস্তুটি গরম ছিল৷ ঠান্ডা না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্যই এলাকাটি ঘিরে রাখে পুলিশ৷
advertisement
মহাকাশ বিশেষজ্ঞ জোনাথন ম্যাকডাওয়েলের অবশ্য দাবি, ওই রহস্যময় বস্তুটি আসলে কী, তা বুঝতে হয়তো ভুল করছে কেনিয়ার মহাকাশ গবেষণা সংস্থা৷ তাঁর দাবি, গোলাকার ওই ধাতব বস্তুটি কোনও মহাকাশে পাড়ি দেওয়া কোনও রকেটের অংশ নয়৷ তাঁর কথায়, মহাকাশে যাওয়া স্পেশ শাটল রকেট বুস্টারগুলি কখনও পৃথিবীর কক্ষপথে পৌঁছয় না এবং ২০১১ সালের পর থেকে এরকম কোনও যান মহাকাশে নেইও৷ এটি কোনও বিমানের ধ্বংসাবশেষ বলেও মনে হচ্ছে না৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 04, 2025 10:58 AM IST