মোমো আতঙ্কে জেরবার, বাচ্চারা ঠিক কতটা ভিডিও গেম খেলবে বলে দেবে সরকার

Last Updated:
#নয়াদিল্লি : আপনারা দারুণ ব্যস্ত থাকেন ৷ সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিয়ে ভাবেন একটু বাবা নিশ্চিন্তে জিরিয়ে নেওয়া যাক ৷ কী বা আছে ও তো সারাদিন পড়াশুনো আরও পাঁচটা জিনিস নিয়ে ব্যস্ত থাকে ৷ খেলার তো কোনও সঙ্গী নেই একটু যদি মোবাইলে বা ল্যাপটপে ভিডিও গেম খেলে তো কি আছে ৷
আছে আছে বিস্তর আছে ৷ নাহলে চিন প্রশাসন নড়েচড়ে বসে ৷ এই ভিডিও গেম এক মারাত্মক ধরণের নেশা ৷ চিন সরকার জানিয়ে দিয়েছে শিশুদের মধ্যে চোখ খারাপ অসম্ভব বৃদ্ধি পাচ্ছে ৷ মায়োপিয়া এখন চিনের শিশুদের খুব সাধারণ একটা রোগ হয়ে দাঁড়িয়েছে ৷ ভবিষ্যত প্রজন্মের চোখ সুরক্ষিত করতে চিন সরকার তাই রাশ টানতে চলছে ভিডিও গেমে ৷ আর এতেই নড়েচড়ে বসেছে চিনা ভিডিও গেম উৎপাদকরা ৷ তাদের ফুলে ফেঁপে ওঠা ব্যবসা এক মুহূর্তে বিশাল পতনের সামনে দাঁড়িয়ে ৷
advertisement
চিনা প্রেসিডেন্ট জিন পিং ভিডিও গেম খেলা নিয়ে নয়া নির্দেশিকা ইতিমধ্যেই জারি করেছেন ৷
advertisement
এই পুরো বিষয়টিতে এগিয়ে এসেছে চিনের শিক্ষামন্ত্রকও ৷ কতটা ইন্টারনেট ব্যবহার করা হবে কতটা গেম ডাউনলোড করা হবে বয়স ও উপযোগিতার ভিত্তিতে সবটাই খতিয়ে দেখবে তারা ৷ এমনকি বাচ্চারা কতক্ষণ সময় এই গেমে কাটাবে তারও সর্বোচ্চ সীমা তারাই বাতলে দেবে ৷
advertisement
বৃহস্পতিবারের এই ঘোষণার পরেই শেয়ার বাজারে এইসব অনলাইন গেমের শেয়ারে ধ্বস নেমেছে ৷ এখন সারা পৃথিবী জুড়েই অনলাইন গেমের রমরমা ৷  যেসবের মারাত্মক হাতছানি শুধু বাচ্চারাই নয় বড়রাও এড়াতে পারেন না ৷ তাই ব্লু হোয়েলের পর মারণ গেমে মোমোর আতঙ্কে কাটাতে জেরবার হতে হচ্ছে ৷ এরকমভাবে যদি এদেশেও সরকার বিষয়টিতে হস্তক্ষেপ করে তাহলে বোধহয় অনেক সমস্যারই সমাধান হতে পারে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
মোমো আতঙ্কে জেরবার, বাচ্চারা ঠিক কতটা ভিডিও গেম খেলবে বলে দেবে সরকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement