Myanmar Earthquake Update: জোড়া ভূমিকম্পের ধাক্কায় মায়ানমারে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু

Last Updated:

ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিললেও ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় সেটির ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমারের একাধিক শহর৷
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমারের একাধিক শহর৷
নেইপিদাও: জোড়া ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপুল প্রাণহানির আশঙ্কা ছিলই৷ সেই আশঙ্কাকে সত্যি করেই মায়ানমারে ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই মায়ানমার এবং থাইল্যান্ড মিলিয়ে ১৮৬ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা প্রায় ৮০০৷ এখনও বহু মানুষ ভেঙে পড়া ঘর বাড়ির ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ফলে হতাহতের সংখ্যা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য৷
এ দিন অল্প সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪৷ মধ্য মায়ানমারের শহর মনিওয়ার ৫০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পরে উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে৷ ফলে মধ্য মায়ানমারেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি৷
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে মায়ানমারের বিখ্যাত আভা সেতু ভেঙে গুড়িয়ে গিয়েছে৷ ভেঙে পড়েছে একাধিক বহুতল, ঘর, বাড়ি৷ রাস্তায় তৈরি হয়েছে বড় বড় ফাটল৷ বিপর্যয়ের সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ মায়ানমারে একটি মসজিদ ভেঙে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
ক্ষয়ক্ষতির পরিমাণ মায়ানমারের তুলনায় অনেকটা কম হলেও ভূমিকম্পের ধাক্কায় আতঙ্ক ছড়ায় থাইল্যান্ডেও৷ ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিললেও ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় সেটির ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
ভূমিকম্পের বিপর্যয়ের কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক সাহায্যের আর্জি জানিয়েছে মায়ানমারের শাসক জুনটা সরকার৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মায়ানমারের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Myanmar Earthquake Update: জোড়া ভূমিকম্পের ধাক্কায় মায়ানমারে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement