Myanmar Earthquake Update: জোড়া ভূমিকম্পের ধাক্কায় মায়ানমারে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু

Last Updated:

ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিললেও ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় সেটির ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমারের একাধিক শহর৷
ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমারের একাধিক শহর৷
নেইপিদাও: জোড়া ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতিতে বিপুল প্রাণহানির আশঙ্কা ছিলই৷ সেই আশঙ্কাকে সত্যি করেই মায়ানমারে ভূমিকম্পের জেরে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই মায়ানমার এবং থাইল্যান্ড মিলিয়ে ১৮৬ জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা প্রায় ৮০০৷ এখনও বহু মানুষ ভেঙে পড়া ঘর বাড়ির ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷ ফলে হতাহতের সংখ্যা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য৷
এ দিন অল্প সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল যথাক্রমে ৭.৭ এবং ৬.৪৷ মধ্য মায়ানমারের শহর মনিওয়ার ৫০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পরে উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে৷ ফলে মধ্য মায়ানমারেই ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি৷
ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে মায়ানমারের বিখ্যাত আভা সেতু ভেঙে গুড়িয়ে গিয়েছে৷ ভেঙে পড়েছে একাধিক বহুতল, ঘর, বাড়ি৷ রাস্তায় তৈরি হয়েছে বড় বড় ফাটল৷ বিপর্যয়ের সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ মায়ানমারে একটি মসজিদ ভেঙে অন্তত কুড়ি জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
advertisement
ক্ষয়ক্ষতির পরিমাণ মায়ানমারের তুলনায় অনেকটা কম হলেও ভূমিকম্পের ধাক্কায় আতঙ্ক ছড়ায় থাইল্যান্ডেও৷ ভূমিকম্পের জেরে থাইল্যান্ডে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর মিললেও ব্যাঙ্ককে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ায় সেটির ধ্বংসস্তূপের নীচে বহু শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷
advertisement
ভূমিকম্পের বিপর্যয়ের কাটিয়ে ওঠার জন্য ইতিমধ্যেই আন্তর্জাতিক সাহায্যের আর্জি জানিয়েছে মায়ানমারের শাসক জুনটা সরকার৷ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মায়ানমারের এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Myanmar Earthquake Update: জোড়া ভূমিকম্পের ধাক্কায় মায়ানমারে মৃত্যুমিছিল, মৃতের সংখ্যা প্রায় ২০০! ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে বহু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement