#ঢাকা: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ৷ এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তাল হল ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকা ৷ খুন হওয়া যুবকের নাম আনোয়ার হোসেন আনু ৷ ওই এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে বলে জানা গিয়েছে ৷
পাওনা টাকা মেটানোর নাম করেই আনোয়ারকে খুন করা হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের ৷ পাওনা মেটানোর কথা বলে আনোয়ারকে আজ, শনিবার বিকেলে ভারত-বাংলাদেশ সীমান্তে (জিরো পয়েন্ট) নিয়ে যায় দুই যুবক ৷ তারা ভারতীয় বলে দাবি করা হচ্ছে ৷ তারাই আনোয়ারকে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ ৷
এলাকায় চায়ের দোকান চালাতেন নিহত আনোয়ার ৷ তাঁর চায়ের দোকানে অভিযুক্ত দুই যুবকের প্রচুর টাকা বকেয়া ছিল ৷ সেই টাকা চাওয়াতেই পরিকল্পনা করে খুন করে দুই যুবক ৷ আনোয়ারকে পিটিয়ে হত্যা করে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতেই ফেলে দিয়ে যায় খুনিরা ৷ খবর পেয়ে বিজিবি ও বিএসএফ-এর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসেন।
ছবি সৌজন্যে- কালের কন্ঠ