Morocco Earthquake Updates: ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, রক্তে মাখামাখি! মরক্কোর ভূমিকম্পের চেহারা না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

মরক্কো যেন মৃত্যুপুরী৷ জোরালো ভূমিকম্পের কেঁপের জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৮২০ জন৷

ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, রক্তে মাখামাখি! মরক্কোর ভূমিকম্পের চেহারা না দেখলে বিশ্বাস হবে না
ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, রক্তে মাখামাখি! মরক্কোর ভূমিকম্পের চেহারা না দেখলে বিশ্বাস হবে না
ম্যারাকেশ: মরক্কো যেন মৃত্যুপুরী৷ জোরালো ভূমিকম্পের জেরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৮২০ জন৷ আহত ৩২৯ জন৷ মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার রাতেই জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছে আফ্রিকার এই দেশের মাটি৷ রিখটার স্কেলের যার তীব্রতা ছিল ৬.৮৷ এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-এর দাবি, উত্তর আফ্রিকার এই অংশে গত ১০০ বছরের বেশি সময়ে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়নি৷
মরক্কোর অন্যতম গুরুত্বপূর্ণ শহর ম্যারাকেশের ৭১ কিলোমিটার দক্ষিণপশ্চিমে ভূমিস্তরের ১৮.৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের কেন্দ্র৷ উপকূলীয় শহর রাবাত, ক্যাসাব্ল্যাঙ্কা এবং ইসাওইরাতে কম্পনের তীব্রতা ও প্রভাব ভয়াবহ৷
advertisement
advertisement
রয়্যাল মরক্কোর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জানান হয়েছে, বিপদ এখনও সম্পূর্ণ কাটেনি৷ আফটারশকের কথা মাথায় রেখেই নেওয়া হচ্ছে বিশেষ সতর্কতা৷ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির সংখ্যাও প্রচুর৷ ভেঙে পড়েছে একাধিক বাড়ি৷ ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একাধিক মানুষ৷ এখনও আটকে থাকার সম্ভাবনা একাধিক ব্যক্তির৷ উদ্ধারকাজ চলছে৷
ভয়াবহ এই পরিস্থিতিতে মরক্কোর পাশে আশ্বাস দিল জাতিসংঘ৷ ইউনাইটেড নেশানের এক সদস্য X (যার আগে ট্যুইটার নামে পরিচিত ছিল)-এ জানালেন,‘‘মরক্কো সরকারকে সাহায্য করতে জাতিসংঘ প্রস্তুত’’৷
advertisement
মরক্কোর দুর্দিনে পাশে থাকবে ভারত, বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী X-এ লিখে জানালেন,‘‘ মরক্কোতে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় অত্যন্ত মর্মাহত। এই কঠিন সময়ে আমার ভাবাবেগ মরক্কোবাসীর প্রতি৷ এই দুঃখজনক সময়ে, মরক্কোর জনগণের প্রতি আমার সমবেদনা। যাঁরা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভারত এই কঠিন সময়ে মরক্কোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
Morocco Earthquake Updates: ছড়িয়ে ছিটিয়ে আছে লাশ, রক্তে মাখামাখি! মরক্কোর ভূমিকম্পের চেহারা না দেখলে বিশ্বাস হবে না
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement