নিরাপত্তার খাতিরে মরক্কোতে নিষিদ্ধ হল বোরখা!

Last Updated:

মরক্কোতে নিষিদ্ধ করা হল বোরখা ৷ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মরক্কোতে বোরখা তৈরি ও বিক্রির ওপর নিষেধজ্ঞা

#মরক্কো: মরক্কোতে নিষিদ্ধ করা হল বোরখা ৷ স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মরক্কোতে বোরখা তৈরি ও বিক্রির ওপর নিষেধজ্ঞা জারি করল প্রশাসন ৷ মূলত দেশের নিরাপত্তার জন্যই এই ধরণের পদক্ষেপ নিয়েছে মরক্কো প্রশাসন ৷
তবে বিবিসিতে প্রকাশিত খবর অনুযায়ী, সরকারিভাবে এখনও এই ব্যাপারে কোনও ঘোষণা করা হয়নি ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা মরক্কো-র এলই৩৬০ নিউজ ওয়েবসাইটকে জানিয়েছে বোরখা নিষিদ্ধের বিষয়টি মঙ্গলবার থেকে লাগু হয়েছে সারা দেশে ৷
এই নিষেধের কথা জানিয়ে সোমবার বোরখা ব্যবসায়ীদের কাছে চিঠিও পাঠানো হয়েছে। এতে বলা হয়, নির্দেশনা বাস্তবায়নে প্রতিষ্ঠানগুলো ৪৮ ঘণ্টা সময় পাবে।
advertisement
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, ‘যদিও বোরকা মরক্কোয় বহুল ব্যবহৃত পোশাক নয়। বেশিরভাগ মুসলিম নারীই আব্রু রক্ষায় হিজাব ব্যবহার করে থাকেন। তবে দেশের নিরাপত্তার খাতিরেই এই নির্দেশ জারি করা হয়েছে ৷ জঙ্গিরা বোরখা ব্যবহার যাতে না করতে পারেন, সে কারণেই এই নিষেধ জারি করা হয়েছে ৷’
এদিকে মরক্কোর বাদশা ষষ্ঠ মোহাম্মদ ইসলামের মধ্যপন্থি ধারার পক্ষপাতী। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
নিরাপত্তার খাতিরে মরক্কোতে নিষিদ্ধ হল বোরখা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement