#হাভানা: কিউবায় ভয়াবহ বিমান দুর্ঘটনা ৷ স্থানীয় সময় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ৷ হাভানার হোসে মারতি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে বিমান ওড়ার কিছু পরেই ভেঙে পড়ে বিমানটি ৷ এই ঘটনায় এখনও অবধি ১০০ জনের মৃত্যু হয়েছে বলে কিউবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ৷ এই ঘটনায় তিনজন মহিলা যাত্রীর বেঁচে থাকার খবর মিলেছে ৷
সূত্রের খবর, বিমানে ১০৪ জন যাত্রী ছিলেন ৷ এছাড়াও ৯ জন কর্মী ছিলেন ৷ কিউবানা দে অ্যাভেশিয়ান বোয়িং ৭৩৭-২০০ বিমানটি রানওয়ে থেকে সামান্য ওঠার পরই স্থানীয় একটি মাঠে ভেঙে পড়ে ৷ বিমানটি ভেঙে পড়তেই কালো ধোঁয়া বেরোতে থাকে ৷ ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বাসিন্দারা ৷
বিমানটি হাভানার হোস মারতি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে কিউবার হোলিগুইন শহরে যাচ্ছিল বিমানটি ৷ বিমানটিতে ১০৪ জন যাত্রীর মধ্যে ৪জন বিদেশি ছিলেন বলে জানা গিয়েছে ৷ বাকিরা কিউবারই বাসিন্দা ছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর ৷ ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ৷ চলছে উদ্ধারকাজ ৷
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ ক্যানেল ঘটনাস্থলে আসেন ৷ তিনি বলেন, 'মর্মান্তিক দুর্ঘটনা ৷ কারণ সম্পর্কে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না ৷’ ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cuba, Cubana de Aviacion Boeing