কর্মক্ষেত্রে নতুন চ্যাটিং অ্যাপ নিয়ে এল মাইক্রোসফট !
Last Updated:
সংস্থার কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে এবার বিশেষ মেসেজিং অ্যাপ ‘টিমস’ নিয়ে এল মাইক্রোসফট ৷
#ওয়াশিংটন: কর্মক্ষেত্রে নিজেদের সহকর্মীদের সঙ্গে যদি একটি বিশেষ মেসেজিং অ্যাপে সবসময় ‘কানেক্টেড’ থাকা যেত , তাহলে তো দারুণ হত বলুন ৷ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আপনার সংস্থার কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে এবার বিশেষ মেসেজিং অ্যাপ ‘টিমস’ নিয়ে এল মাইক্রোসফট ৷ ফেসবুক অবশ্য ইতিমধ্যেই এইধরনের শুধুমাত্র কর্মক্ষেত্রে ব্যবহৃত চ্যাটিং অ্যাপ ‘ওয়ার্কপ্লেস’ নিয়ে এসেছে বাজারে ৷ তাহলে মাইক্রোসফট টিমস ব্যবহার করে কী লাভ ? আসলে নতুন এই মেসেজিং অ্যাপ কিন্তু ‘ওয়ার্কপ্লেস’ বা ‘স্ল্যাক’ অ্যাপের মতো যে কেউ সাইন আপ করতে পারবেন না ৷ এটি শুধুমাত্র সেইসমস্ত বাণিজ্যিক গ্রাহকদের জন্য যারা অফিস ৩৬৫ বিজনেস বা এন্টারপ্রাইজ প্ল্যান ব্যবহার করেন ৷ বিশ্বের ১৮১ টি দেশের মোট ১৮টি ভাষায় নতুন এই ‘টিমস’ অ্যাপ নিয়ে এসেছে মাইক্রোসফট৷ আগামী বছরের শুরুর দিকেই এই অ্যাপ সব জায়গায় পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
কর্মক্ষেত্রে চ্যাটিং অ্যাপের ব্যবসায় ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে ফেসবুকের ‘ওয়ার্কপ্লেস’-এর ৷ প্রতিযোগিতার বাজারে এবার তাই নেমে পড়েছে মাইক্রোসফটও ৷নতুন এই সফটওয়্যার হচ্ছে ক্লাউডভিত্তিক সফটওয়্যার, যা মাইক্রোসফট অফিস ৩৬৫ সার্ভিসের একটি অংশ ৷অফিস ৩৬৫-র মধ্যে ইতিমধ্যেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, শেয়ার পয়েন্ট, ওয়ান নোট, প্ল্যানার, পাওয়ার বিআই এবং ডেল্ভের মতো অফিস অ্যাপস আছে ৷ এর সঙ্গে রয়েছে ইন-বিল্ট স্কাইপও ৷ যার মাধ্যমে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সহজে অডিও বা ভিডিও কনফারেন্সে বসতে পারবেন ৷ টিমস অ্যাপটি emojis, GIFs এবং custom memes-ও সাপোর্ট করে ৷ যা চ্যাটিংয়ের জন্য বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ নতুন এই ‘মাইক্রোসফট টিমস’ অ্যাপের একটা প্রিভিউ দেখে নিন এবার---
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2016 7:39 PM IST