কর্মক্ষেত্রে নতুন চ্যাটিং অ্যাপ নিয়ে এল মাইক্রোসফট !

Last Updated:

সংস্থার কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে এবার বিশেষ মেসেজিং অ্যাপ ‘টিমস’ নিয়ে এল মাইক্রোসফট ৷

#ওয়াশিংটন: কর্মক্ষেত্রে নিজেদের সহকর্মীদের সঙ্গে যদি একটি বিশেষ মেসেজিং অ্যাপে সবসময় ‘কানেক্টেড’ থাকা যেত , তাহলে তো দারুণ হত বলুন ৷ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আপনার সংস্থার কর্মীদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখতে এবার বিশেষ মেসেজিং অ্যাপ ‘টিমস’ নিয়ে এল মাইক্রোসফট ৷ ফেসবুক অবশ্য ইতিমধ্যেই এইধরনের শুধুমাত্র কর্মক্ষেত্রে ব্যবহৃত চ্যাটিং অ্যাপ ‘ওয়ার্কপ্লেস’ নিয়ে এসেছে বাজারে ৷ তাহলে মাইক্রোসফট টিমস ব্যবহার করে কী লাভ ? আসলে নতুন এই মেসেজিং অ্যাপ কিন্তু ‘ওয়ার্কপ্লেস’ বা ‘স্ল্যাক’ অ্যাপের মতো যে কেউ সাইন আপ করতে পারবেন না ৷ এটি শুধুমাত্র সেইসমস্ত বাণিজ্যিক গ্রাহকদের জন্য যারা অফিস ৩৬৫ বিজনেস বা এন্টারপ্রাইজ প্ল্যান ব্যবহার করেন ৷ বিশ্বের ১৮১ টি দেশের মোট ১৮টি ভাষায় নতুন এই ‘টিমস’ অ্যাপ নিয়ে এসেছে মাইক্রোসফট৷ আগামী বছরের শুরুর দিকেই এই অ্যাপ সব জায়গায় পাওয়া যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
কর্মক্ষেত্রে চ্যাটিং অ্যাপের ব্যবসায় ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে ফেসবুকের ‘ওয়ার্কপ্লেস’-এর ৷ প্রতিযোগিতার বাজারে এবার তাই নেমে পড়েছে মাইক্রোসফটও ৷নতুন এই সফটওয়্যার হচ্ছে ক্লাউডভিত্তিক সফটওয়্যার, যা মাইক্রোসফট অফিস ৩৬৫ সার্ভিসের একটি অংশ ৷অফিস ৩৬৫-র মধ্যে ইতিমধ্যেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, শেয়ার পয়েন্ট, ওয়ান নোট, প্ল্যানার, পাওয়ার বিআই এবং ডেল্ভের মতো অফিস অ্যাপস আছে ৷ এর সঙ্গে রয়েছে ইন-বিল্ট স্কাইপও ৷ যার মাধ্যমে আপনি আপনার সহকর্মীদের সঙ্গে সহজে অডিও বা ভিডিও কনফারেন্সে বসতে পারবেন ৷ টিমস অ্যাপটি emojis, GIFs এবং custom memes-ও সাপোর্ট করে ৷ যা চ্যাটিংয়ের জন্য বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ নতুন এই ‘মাইক্রোসফট টিমস’ অ্যাপের একটা প্রিভিউ দেখে নিন এবার---
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
কর্মক্ষেত্রে নতুন চ্যাটিং অ্যাপ নিয়ে এল মাইক্রোসফট !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement