• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • #FreeMelania: পুতিনের সঙ্গে হাত মেলানোর পর মেলানিয়ার মুখে মৃত্য়ুভয়! ভিডিয়ো ভাইরাল

#FreeMelania: পুতিনের সঙ্গে হাত মেলানোর পর মেলানিয়ার মুখে মৃত্য়ুভয়! ভিডিয়ো ভাইরাল

মেলানিয়া ট্রাম্প, ছবি: সংগৃহীত

মেলানিয়া ট্রাম্প, ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমে হাত মেলান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷

 • Share this:

  #ফিনল্যান্ড: ভ্লাদিমির পুতিনকে ভয়! মার্কিন ফার্স্টলেডি ঘাবড়ে ঘেঁটে একাকার ৷ চোখে মুখ আতঙ্কের ছাপ ৷ তার আগে ঠিকঠাকই ছিলেন ৷ পুতিনের সঙ্গে হাত মেলানোর পরেই কী যেন হল! মেলানিয়া ট্রাম্পের অভিব্যক্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷

  ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথমে হাত মেলান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ এরপরই পুতিন হাত বাড়িয়ে দেন মেলানিয়ার দিকে ৷ হাত মেলান৷ পুতিনের সঙ্গে হাত মেলানোর পরেই যখন ঘুরলেন মেলানিয়া, সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হল চোখেমুখে আতঙ্কের ছাপ ভর্তি মার্কিন ফার্স্টলেডির মুখ ৷

  কয়েক সেকেন্ডের ওই ভিডিয়ো এখন সোশ্যাল দুনিয়ায় ভাইরাল ৷ সঙ্গে #FreeMelania আপাতত ট্রেন্ডিং ৷

  First published: