রাজপরিবারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মেগান মার্কেলের বাবা

Last Updated:
#লন্ডন: চাপানউতোর শুরু হয়ে গিয়েছে ৷ চারিদিকে এখন একটাই খবর, রাজপরিবারে কী ফের সুখবর ? আবারও কী নতুন অতিথি আসতে চলেছে কেনসিংটন প্যালেসে ? সম্ভবত মা হতে চলেছেন ছোট রাজবধূ মেগান মার্কেল ৷
অবশ্য এ নিয়ে রাজপরিবারের তরফে এখনও অফিসিয়ালি জানানো হয়নি কিছুই৷ তবে বাজারে জোর খবর, মেগান মার্কেল নাকি অন্তঃসত্ত্বা ৷
২০১৮-র ১৯ মে লন্ডনের সেন্ট জর্জ চ্যাপেলে বসেছিল রূপকথার সেই বিয়ের আসর ৷ ডায়না ও চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ের পর মেগান হয়েছেন ডাচেস অব সাসেক্স ৷ মার্কিন অভিনেত্রীর জীবন পিছনে ফেলে উঠে এসেছেন রাজপরিবারের উঠোনে ৷ জীবন বদলেছে ৩৬০ ডিগ্রি ৷ নিয়মের বেড়াজালে জীবন এখন অন্য খাতে বইছে ৷ হ্যারি-মেগানের বিয়ের বয়স মাত্র ৩ মাস ৷ শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি কনসিভ করেছেন মেগান ৷ সম্প্রতি মেগানের পোশাক দেখে অনেকেই অনুমান করছেন শীঘ্রই আরও এক রয়্যাল শিশু আসছেন রাজপরিবারে ৷
advertisement
advertisement
meghan2
কিন্তু এই খবর নিয়ে চরম সতর্কতা অবলম্বন করেছে রাজপরিবার ৷ কারও মুখে টুঁ শব্দটি নেই ৷ এই অবস্থায় খবরকে অত্যধিক গোপন রাখার রাজবাড়ির এই প্রবণতাকে এক হাত নিলেন মেগানের বাবা থমাস মার্কেল ৷ সম্প্রতি ‘দ্য সান’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে থমাস বলেন, রাজপরিবারের আরও অনেক আধুনিক হওয়া উচিৎ ৷ এখনও ওঁরা যদি শোনেন কেউ তাঁদের সম্বন্ধে কিছু বলছে, তখনই ঘরের দরজা-জানলা বন্ধ করে দেন তাঁরা ৷ অথবা কানে চাপা দেন ৷ বাড়ির সমস্ত সদস্যই গোপনীয়তা রক্ষা করতে বাধ্য ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাজপরিবারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মেগান মার্কেলের বাবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement