• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • বিধ্বংসী আগুনের গ্রাসে প্যারিসের প্রাচীনতম গির্জা

বিধ্বংসী আগুনের গ্রাসে প্যারিসের প্রাচীনতম গির্জা

Picture: Reuters

Picture: Reuters

 • Share this:

  #প্যারিস: প্যারিসের প্রাচীনতম গির্জায় ভয়াবহ আগুন । প্যারিসের প্রখ্যাত নোতর দেম ক্যাথিড্রালে ভয়াবহ আগুন লেগে গিয়েছে । তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ।

  সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে একাধিক ভিডিও যেখানে প্রায় ৮৫০ বছরের পুরনো এই গোথিক গির্জাকে জ্বলতে দেখা গিয়েছে । দমকলকর্মীদের অনুমান, রক্ষণাবেক্ষণের কাজের সময়েই এই আগুন লেগে যায় ।

  সংবাদ সংস্থা AFP সূত্রের খবর, ভয়াবহ আগুনের জেরে ভেঙে পড়েছে এই ক্যাথিড্রালের একাংশ ।আগুনের তীব্রতার জেরে ভেঙে পড়েছে গির্জার একাধিক অংশ , সমগ্র ফ্রান্সে ছড়িয়েছে আতঙ্ক ।

  First published: