Kabul Mosque Explosion: নামাজ চলাকালীন কাবুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ! বহু জনের প্রাণহাণির আশঙ্কা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
বুধবার সন্ধ্যার নামাজের সময় বিশাল বিস্ফোরণ ঘটে কাবুলের একটি মসজিদে।
#কাবুল: কাবুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা।বুধবার সন্ধ্যার নামাজের সময় বিশাল বিস্ফোরণ ঘটে কাবুলের একটি মসজিদে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণে অনেকের মৃত্যু বা আহত হওয়ার আশঙ্কা রয়েছে। পুলিশ অনেক হতাহতের কথা বললেও কতজন তা জানা যায়নি। কাবুলের ইমার্জেন্সি হাসপাতাল ট্যুইটারে জানিয়েছে বিস্ফোরণে আহত ২৭ জন রোগীকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একটি সাত বছরের শিশুও রয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেন, "একটি মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে... বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেশিই, তবে সংখ্যা এখনও নিশ্চিত নয়।"
একজন তালিবান গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানান, ৩৫ জনের মতো আহত বা নিহত হতে পারে এবং সংখ্যা আরও বাড়তে পারে। নাম প্রকাশ অনিচ্ছুক এক তালিবান গোয়েন্দা কর্মকর্তা জানান, কাবুলের খাইরখানা এলাকায় একটি মসজিদে বিস্ফোরণটি ঘটে।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন, শক্তিশালী বিস্ফোরণটি উত্তর কাবুলের আশেপাশের অঞ্চল থেকে শোনা গিয়েছিল। ওই এলাকার আশেপাশের বাড়ির জানালাগুলি ভেঙে দিয়েছে। ঘটনাস্থলে ছুটে আসে অ্যাম্বুলেন্সও। নিহতদের মধ্যে রয়েছেন মসজিদের ইমামও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2022 11:12 PM IST

