ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল লেবাননের রাজধানী বেইরুট ! মৃত ৫০, আহত ১০০০-এর বেশি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বিস্ফোরণটি শহরের বন্দর এলাকায় ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বহু মানুষ আহত হয়েছেন ।
#বেইরুট:লেবাননের রাজধানী বেইরুটে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার, ৪ অগাস্ট, সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর। বিস্ফোরণটি শহরের বন্দর এলাকায় ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও বহু মানুষ আহত হয়েছেন । বন্দর এলাকার বড় অংশে বহু বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৫০ কিলোমিটার দূর থেকেও এই বিস্ফোরণের তীব্র আওয়াজ শোনা যায়। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে এখনও পর্যন্ত ৫০ জন মৃতের খোঁজ পাওয়া গিয়েছে। ২৭০০ জন আহতকে উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণের পড়ে বহু বাড়ির ছাদ এবং জানলা দরজা ভেঙে পড়ে। এমনকি বাড়ি থেকে জানলা দরজা ভেঙে কয়েক মাইল দূরের রাস্তাতেও এসে পড়ে। বেইরুটের বাসিন্দারা সন্ধের সময় বন্দর এলাকায় কুন্ডলী পাকানো ধোঁয়া দেখতে পান। এবং খুব জোড়ে শব্দ হয় এলাকায়। এর পরই জানা যায় বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কতজন মানুষ এখনও পর্যন্ত আহত হয়েছেন তার সঠিক খবর পাওয়া যায়নি। বাড়ি ঘরেরই বা কতটা ক্ষতি হয়েছে তাও সঠিক জানা যায়নি। এবং কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বেইরুট জুড়ে। আহতদের উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে। প্রতি মুহূর্তে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। অনুমান করা হচ্ছে ১০০-র বেশি মানুষ মারা যেতে পারে এই দূর্ঘটনায় ! বন্দর এলাকায় ঠিক কি কারণে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 04, 2020 10:43 PM IST