ভোটে বিরাট জয় বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজার
Last Updated:
#ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেটের ময়দান নতুন সাংসদ হলেন বাংলাদেশের ওয়ান ডে ক্যাপ্টেন মাশরাফি মোর্তাজা। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামি লিগের প্রার্থী হয়ে নড়াইল টু কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতলেন তিনি। মাশরাফি পেয়েছেন ২,৭১, ২১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্য ফ্রন্ট জোটের প্রার্থী ফারিদুজ্জামান ফারহাদ পেয়েছেন ৭৮৮৩টি ভোট। সাংসদ হলেও ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলবেন বলে জানিয়েছেন মাশরাফি।
রবিবার গণনার শুরু থেকেই নজর ছিল নড়াইল-২ আসনের দিকে। আর সেখানে প্রথম থেকেই এগিয়ে ছিলেন মাশরাফি বিন মোর্তাজা। রবিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জানা গিয়েছে, ২ লক্ষ ৭১ হাজার ২১০টি ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন বাংলাদেশের এই ফার্স্ট বোলার ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2018 2:52 PM IST