Husband kills wife in America: আইসিইউ-তে ভর্তি স্ত্রী, হাসপাতালের বেডেই নৃশংস কাণ্ড স্বামীর! কারণ শুনলে শিউরে উঠতে হয়
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চিকিৎসার খরচ তাঁর সাধ্যের বাইরে চলে গিয়েছে বলেই যে তিনি স্ত্রীকে খুন করেছেন, তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি৷
মিসৌরি, আমেরিকা: হাসপাতালে ভর্তি থাকা স্ত্রীর চিকিৎসার বিল সাধ্যের বাইরে চলে গিয়েছিল৷ তাই হাসপাতালের ভিতরেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করলেন স্বামী৷ নৃশংস এই ঘটনা ঘটেছে আমেরিকার একটি হাসপাতালে৷
চিকিৎসার খরচ তাঁর সাধ্যের বাইরে চলে গিয়েছে বলেই যে তিনি স্ত্রীকে খুন করেছেন, তা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত ব্যক্তি৷ ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ৷ আমেরিকার মিসৌরির ইন্ডিপেনডেন্সের একটি হাসপাতালে এই ঘটনা ঘটেছে৷
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন৷ সেখানেই অভিযুক্ত ব্যক্তি নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করেন বলে অভিযোগ৷ এমন কি, স্ত্রী যাতে চিৎকার করে কারও সাহায্য না চাইতে পারেন, সেই জন্য তাঁর মুখও চেপে রাখেন ওই ব্যক্তি৷
advertisement
ঘটনার কথা জানতে পেরেই পুলিশে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ৷ পাশাপাশি, লাইফ সাপোর্ট সিস্টেমে রেখে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টাও হয়৷ কিন্তু তিনি আর চিকিৎসায় সাড়া দেননি৷
হাসপাতালের এক কর্মীর বয়ান অনুযায়ী, ওই ব্যক্তি পুলিশের কাছে বলেন, ‘আমিই খুন করেছি৷ কারণ হাসপাতালের বিল মেটানোর ক্ষমতা আমার ছিল না৷’ জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর নতুন করে ডায়ালিসিস শুরু হওয়ার কথা ছিল৷ তার আগেই এই কাণ্ড ঘটিয়ে ফেলেন মহিলার স্বামী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 07, 2024 3:40 PM IST