১০ বোতল বিয়ার খেয়েও ১৮ ঘণ্টা চেপে রাখলেন প্রস্রাব! ফাটল মূত্রথলি ...

Last Updated:

খাটে শুয়ে একের পর এক বোতল বিয়ারে গলা ভেজালেন৷ ঘুম চোখে উঠে আর গেলেন না বাথরুমে৷ ফলে, যা হওয়ার তাই হল...

#বেজিং: ১০ বোতল বিয়ার খেয়ে টেনে ঘুম দিলেন এক ব্যক্তি৷ টানা ১৮ ঘণ্টা গেলেন না টয়লেট৷ ফলে ফুলতে শুরু করল ব্লাডার৷ এবং এক সময় এমন হল, যে মূত্রথলি আর চাপ নিতে পারল না৷ ফেটেই গেল৷ এবং তার ফলে ভয়ঙ্কর পরিস্থিতি হল ওই ব্যক্তির৷ আপাতত তিনি হাসপাতালে ভর্তি৷
ঘটনাটি ঘটেছে চিনের ঝুউজি প্রদেশ৷ স্থানীয় পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির বয়স ৪০ এবং এখন তিনি বিপদমুক্ত৷ তবে যখন তিনি হাসপাতালে পৌঁছন, তখন তাঁর পেটে মারাত্মক ব্যথা করছিল৷ তলপেটে এতটাই যন্ত্রণা করছিল যে, তিনি সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না৷ কিন্তু বাইরে থেকে দেখে বোঝাও যাচ্ছিল না কী হয়েছে৷
হাসপাতালের ইউরোলজি বিভাগের ডেপুটি চিফ ফিজিশিয়ান জানাচ্ছেন, ওই ব্যক্তি এমন ভাবে শুয়ে ছিলেন যে, তার মূত্রনালীর ওপর চাপ পড়ছিল৷ তাই জলীয় পদার্থ সব জমা হচ্ছিল মূত্রথলিতে৷ নেশায় ছিলেন, তাই ওঠেননি প্রস্রাব করতে৷ ফলে চাপ বেড়েছে৷ এবং একসময় চাপ সহ্য করতে না পেরে, মূত্রথলিটিও ফেটে গিয়েছে৷
advertisement
advertisement
মূত্রথলি ফেটেছে৷ যা মূত্রনালীরও ক্ষতি করেছে৷ এর জন্য স্বাভাবিক নিয়মে প্রস্রাব হচ্ছে না৷ CT (scan) স্ক্যান করে পরীক্ষার পর বিষয়টি বোঝা যায়৷ তবে অস্ত্রোপচারের পর সব ঠিক হয়ে যাবে বলে আশা৷ মানুষের মূত্রথলিতে ৫০০ মিলিলিটারের মতো তরল ধারণের ক্ষমতা রয়েছে৷ কিন্তু তার থেকে বেশি হলেই সমস্যা তৈরি হয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
১০ বোতল বিয়ার খেয়েও ১৮ ঘণ্টা চেপে রাখলেন প্রস্রাব! ফাটল মূত্রথলি ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement